শিরোনাম
◈ আদানির বিদ্যুৎ চুক্তি: ভারতীয় করপোরেট করের বোঝাও চাপানো হয়েছে বাংলাদেশের ওপর ◈ জুলাই গণঅভ্যুত্থানকারীদের মামলা প্রত্যাহার ও দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ জারি ◈ টি টোয়েন্টি বিশ্বকাপ বর্জন করবে কিনা, পাকিস্তান চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে আগামী সপ্তাহে ◈ চার মাসে ডাকসুর ২২৫ উদ্যোগ, ২ বছরে কাটবে ঢাবির আবাসন সংকট: সাদিক কায়েম ◈ ‘হাজার বার জয় বাংলা স্লোগান দেব’ তারেক রহমানের মঞ্চে ছাত্রদল নেতা (ভিডিও) ◈ পোস্টাল ব্যালট: চার লক্ষাধিক প্রবাসীর ভোটদান সম্পন্ন ◈ শুধু ভোট দিয়ে চলে আসলে হবে না, হিসাব কড়ায়-গন্ডায় বুঝে নিতে হবে: তারেক রহমান ◈ অবশেষে হাইকোর্টে জামিন পেলেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম ◈ সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ পেতে আবেদন করা যাবে অনলাইনে, যেভাবে করবেন ◈ তথ্য গোপনে ছাড় নেই, ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্বে ভোটের পরেও ব্যবস্থা: ইসি মাছউদ

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২৬, ০৭:৫৪ বিকাল
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পৃথিবীর মহাসাগরের পানি কি চাঁদ থেকে আসা? নাসার গবেষণায় নতুন তথ্য

পৃথিবীর বিশাল সমুদ্র ও মহাসাগর কিভাবে পানিতে পূর্ণ হলো, সেই রহস্য অনেক দিন ধরে বিজ্ঞানীদের কৌতূহলের বিষয়। আগে ধারণা ছিল, চাঁদ থেকে ছুটে আসা উল্কাগুলোই পৃথিবীতে পানি আনার প্রধান উৎস। কিন্তু নাসার সাম্প্রতিক গবেষণা এই ধারণাকে কিছুটা চ্যালেঞ্জ করছে।

নাসার জনসন স্পেস সেন্টারের গবেষক টনি গারগানো মহাসাগরের পানি নিয়ে এই নতুন গবেষণা করেছেন।

এটি প্রকাশিত হয়েছে ‘প্রসিডিংস টু দ্য ন্যাশনাল অ্যাকাডেমি অফ সায়েন্সেস’ পত্রিকায়।
গবেষণায় দেখা গেছে, চাঁদের পৃষ্ঠে থাকা রোগোলিথ নামে ধূলিকণার মধ্যে খুব সামান্য পরিমাণ পানি আছে। রোগোলিথে থাকা পানি পৃথিবীর মহাসাগর ভরানোর জন্য যথেষ্ট নয়। অর্থাৎ চাঁদ থেকে ছুটে আসা উল্কাগুলো যতটা পানি এনে দিতে পারে, তাতে মহাসাগর পূর্ণ করা সম্ভব নয়।

টনি ও তার সহকর্মীরা রোগোলিথের অক্সিজেন আইসোটোপ পরীক্ষা করে দেখেছেন, উল্কা বাষ্পীভূত হলেও কিছু অক্সিজেন সেখানে থেকে যায়। তারা আরো দেখেছেন, রোগোলিথে থাকা পানি মূলত চাঁদেই সঞ্চিত থাকে, বিশেষ করে চাঁদের মেরু অঞ্চলে, যা চিরকাল ছায়ায় ঢাকা।

তবে বিজ্ঞানীরা সতর্ক করেছেন, এই গবেষণা চাঁদের নির্দিষ্ট একটি এলাকার রোগোলিথের ওপর ভিত্তি করে করা হয়েছে। চাঁদের অন্য অংশের রোগোলিথে কত পানি আছে, তা এখনো জানা যায়নি।

তাই বলা যাবে না, চাঁদ থেকে আসা উল্কাগুলো সম্পূর্ণভাবে মহাসাগরকে পানিপূর্ণ করেছে। ভবিষ্যতে চাঁদের বিভিন্ন এলাকা থেকে আরো রোগোলিথ সংগ্রহ করে পরীক্ষা করতে হবে, তারপরই আসল সত্য জানা সম্ভব হবে।

সূত্র : আনন্দবাজার

  • সর্বশেষ
  • জনপ্রিয়