ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় দেশটির সাবেক কট্টর ডানপন্থী প্রেসিডেন্ট জইর বলসোনারোর সমর্থকদের এক সমাবেশের কাছে বজ্রপাতের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির অগ্নিনির্বাপণ বিভাগ। সোমবার ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, বলসোনারোর সমর্থনে বৃষ্টির মাঝেই ব্রাজিলের রাজধানীতে হাজার হাজার মানুষ জড়ো হয়েছিলেন। গত বছর সামান্য ব্যবধানে নির্বাচনে হেরে যাওয়ার পর ব্যর্থ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়ার অভিযোগে বলসোনারোকে ২৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রঙিন ছাতা ও প্লাস্টিক পরা জনতা হঠাৎ আলোর ঝলকানি এবং মেঘের গর্জনের শব্দে হতবাক হয়ে যান। তারা এই ঘটনায় দ্বিগ্বিদিক ছোটাছুটি শুরু করেন।
দেশটির ফায়ার সার্ভিস বিভাগ বলেছে, ঘটনাস্থলে অন্তত ৮৯ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে ৪৭ জনকে হাসপাতালে নেওয়া হয়। ১১ জনকে গুরুতর চিকিৎসা দেওয়া হয়েছে।
ওই বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছিলেন ব্রাজিলের আইনপ্রণেতা নিকোলাস ফেরেইরা। বলসোনারোর জন্য সাধারণ ক্ষমার দাবিতে ওই বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছিলেন তিনি।
ব্রাজিলের সাবেক রাষ্ট্রপ্রধান জইর বলসোনারো বর্তমানে ব্রাসিলিয়ার পাপুদা পেনিটেনশিয়ারি কমপ্লেক্সে বন্দি রয়েছেন।
২০১৮ সালের নির্বাচনী প্রচারণায় ছুরিকাঘাতের ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট গুরুতর শারীরিক অসুস্থতায় ভুগছেন তিনি। এ ছাড়া কুঁচকির হার্নিয়ার অস্ত্রোপচার এবং বারবার হেঁচকি ওঠার চিকিৎসার জন্য গত ডিসেম্বর এক সপ্তাহ হাসপাতালে ছিলেন তিনি।
চলতি মাসের শুরুর দিকে কারাগারে পড়ে যাওয়ার পর তার বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা করা হয়। তবে কারাগারে পড়ে গেলেও শরীরে গুরুতর আঘাত পাননি তিনি।
সূত্র: এএফপি।