শিরোনাম
◈ আদানির বিদ্যুৎ চুক্তি: ভারতীয় করপোরেট করের বোঝাও চাপানো হয়েছে বাংলাদেশের ওপর ◈ জুলাই গণঅভ্যুত্থানকারীদের মামলা প্রত্যাহার ও দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ জারি ◈ টি টোয়েন্টি বিশ্বকাপ বর্জন করবে কিনা, পাকিস্তান চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে আগামী সপ্তাহে ◈ চার মাসে ডাকসুর ২২৫ উদ্যোগ, ২ বছরে কাটবে ঢাবির আবাসন সংকট: সাদিক কায়েম ◈ ‘হাজার বার জয় বাংলা স্লোগান দেব’ তারেক রহমানের মঞ্চে ছাত্রদল নেতা (ভিডিও) ◈ পোস্টাল ব্যালট: চার লক্ষাধিক প্রবাসীর ভোটদান সম্পন্ন ◈ শুধু ভোট দিয়ে চলে আসলে হবে না, হিসাব কড়ায়-গন্ডায় বুঝে নিতে হবে: তারেক রহমান ◈ অবশেষে হাইকোর্টে জামিন পেলেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম ◈ সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ পেতে আবেদন করা যাবে অনলাইনে, যেভাবে করবেন ◈ তথ্য গোপনে ছাড় নেই, ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্বে ভোটের পরেও ব্যবস্থা: ইসি মাছউদ

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২৬, ০৭:৩৩ বিকাল
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

শাহবাজ-নকভি বৈঠক

টি টোয়েন্টি বিশ্বকাপ বর্জন করবে কিনা, পাকিস্তান চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে আগামী সপ্তাহে

স্পোর্টস ডেস্ক : শেষ হইয়াও যেনো হইলো না শেষ! জানা গিয়েছিল বিশ্বকাপ বয়টক ইস্যুতে প্রধানমন্ত্রীর সাথে বসার পর আজ সোমবার সিদ্ধান্ত নেবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে মহসিন নাকভি জানিয়েছেন, বিশ্বকাপ ইস্যুতে সিদ্ধান্ত নিতে আরও কয়েকদিন সময় লাগবে।

গতকাল টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে পাকিস্তান। তবে জানা গিয়েছিল, বিশ্বকাপে অংশ নেওয়ার ব্যাপারে সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আছে পাকিস্তান। সেই লক্ষ্য আজ বিকেলে শাহবাজ শরীফের সাথে দেখা করেন মহসিন নাকভি।

বৈঠক শেষে টুইট পোস্টে নাকভি লেখেন, ‘আমি প্রধানমন্ত্রীকে আইসিসি সংক্রান্ত বিষয়গুলো বিস্তারিতভাবে জানিয়েছি। তিনি সব বিকল্প খোলা রেখে বিষয়টি সমাধানের নির্দেশ দিয়েছেন। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে— চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে শুক্রবার অথবা আগামী সোমবার।

ভারতের কিছু উগ্রবাদী গোষ্ঠীর হুমকির কারণে বিসিসিআইয়ের নির্দেশে মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। প্রতিক্রিয়া হিসেবে ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিকল্প হিসেবে শ্রীলঙ্কায় নিজেদের ম্যাচ আয়োজনের দাবি করেছিল তারা।

তবে আইসিসি বিসিবির দাবি নাকচ করে দিয়েছে। নিজেদের সিদ্ধান্তে অটল ছিল তারা। শেষ পর্যন্ত বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে সুযোগ দেয় আইসিসি। এই পুরো সময়টাতে বাংলাদেশকে সমর্থন দিয়ে গেছে পাকিস্তান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়