শিরোনাম
◈ জুলাই গণঅভ্যুত্থানকারীদের মামলা প্রত্যাহার ও দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ জারি ◈ টি টোয়েন্টি বিশ্বকাপ বর্জন করবে কিনা, পাকিস্তান চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে আগামী সপ্তাহে ◈ চার মাসে ডাকসুর ২২৫ উদ্যোগ, ২ বছরে কাটবে ঢাবির আবাসন সংকট: সাদিক কায়েম ◈ ‘হাজার বার জয় বাংলা স্লোগান দেব’ তারেক রহমানের মঞ্চে ছাত্রদল নেতা (ভিডিও) ◈ পোস্টাল ব্যালট: চার লক্ষাধিক প্রবাসীর ভোটদান সম্পন্ন ◈ শুধু ভোট দিয়ে চলে আসলে হবে না, হিসাব কড়ায়-গন্ডায় বুঝে নিতে হবে: তারেক রহমান ◈ অবশেষে হাইকোর্টে জামিন পেলেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম ◈ সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ পেতে আবেদন করা যাবে অনলাইনে, যেভাবে করবেন ◈ তথ্য গোপনে ছাড় নেই, ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্বে ভোটের পরেও ব্যবস্থা: ইসি মাছউদ ◈ ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা দিলেন সর্বমিত্র চাকমা

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২৬, ০৬:৪৫ বিকাল
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২৬, ০৮:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খেলাচলাকালীন মেক্সিকোর স্টেডিয়ামে বন্দুকধারীর হামলায় ১১ জ‌নের মৃত‌্যু, ফুটবল বিশ্বকাপের আগে নিরাপত্তা নি‌য়ে প্রশ্ন

স্পোর্টস ডেস্ক : চলতি বছর ১১ জুন থেকে শুরু ফিফা বিশ্বকাপ। ফুটবলের এই মেগা ইভেন্টের আসর বসবে আমেরিকা, মেক্সিকো এবং কানাডায়। যদিও তার আগে প্রশ্নের মুখে মেক্সিকোর নিরাপত্তা। দেশটিতে ফুটবল ম্যাচ চলাকালীন বন্দুকধারী হামলা চালায়। যার জেরে ১১ জনের প্রাণহানি হয়েছে বলে খবর। পাশাপাশি আহত ১২।

ঘটনাটি ঘটেছে সেন্ট্রাল মেক্সিকোর গুয়ানাজুয়াটোতে। স্থানীয় প্রশাসন জানায়, সালামানাকা শহরে স্থানীয় এক ম্যাচ চলাকালীন এই ঘটনা ঘটে। বন্দুকধারীর হামলায় ঘটনাস্থলেই ১০ জন মারা যায়। একজনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। বাকি আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে কারা এই ঘটনা চালিয়েছে, সেটা এখনও অবধি জানানো হয়নি। পুলিশ ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে বলে জানা গিয়েছে। --- সংবাদপ্রতি‌দিন

মেক্সিকোর অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা এই গুয়ানাজুয়াটো। অনেক কারখানা রয়েছে এখানে। তবে মেক্সিকোর বিপজ্জনক এলাকার তালিকায় এই রাজ্য শীর্ষে থাকবে। সমাজবিরোধীদের একাধিক গ্রুপ গজিয়ে উঠেছে এখানে। বহুবারই তাদের কুখ্যাত ঘটনার জন্য শিরোনামে উঠে আসে এই রাজ্য।

১১ জুন বিশ্বকাপের প্রথম ম্যাচে আয়োজক মেক্সিকোর মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। ২০১০ সালের বিশ্বকাপের শুরুটাও এই দু’দলের ম্যাচ দিয়ে শুরু হয়েছিল। অর্থাৎ ১৬ বছর বাদে সেই ম্যাচের পুনরাবৃত্তি হতে চলেছে। 

তার আগে আয়োজক দেশে এমন ঘটনায় উদ্বেগে স্থানীয় প্রশাসন। চলতি মাসেই মেক্সিকোর এস্তাদিও অ্যাকরন স্টেডিয়ামের কাছে উদ্ধার হয়েছিল মানুষের দেহাংশ। এই স্টেডিয়ামকে বিশ্বকাপের ভেন্যু হিসাবে বেছে নেওয়া হয়েছে। 

তাছাড়াও অ্যারোয়ো হন্ডো, লাস আগুজাস এবং লোমাস দেল রিফিউজো এলাকা থেকেও উদ্ধার হয়েছিল ৪৫৬ ব্যাগ দেহাংশ। আর এবার ম্যাচ চলাকালীন ঘটে গেল বন্দুকবাজের হামলা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়