শিরোনাম

প্রকাশিত : ০৪ মে, ২০২৪, ০৭:৫৬ বিকাল
আপডেট : ০৪ মে, ২০২৪, ০৭:৫৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাঁচ ম্যাচ পর শেখ রাসেলের জয়, রহমতগঞ্জকে হারালো পুলিশ

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে সুবিধা করতে পারছিল না শেখ রাসেল। ম্যাচ জেতা যেন ভুলেই গিয়েছিল তারা। টানা পাঁচ ম্যাচ জয়ের স্বাদ পায়নি শেখ রাসেল। এবার সেই খরা কাটালো তারা। শনিবার (৪ মে) রাজশাহী মুক্তিযুদ্ধ স্টেডিয়ামে ফর্টিসের বিপক্ষে পিছিয়ে পড়েও ২-১ গোলে জয় পেয়েছে শেখ রাসেল। এর আগে লিগের প্রথম পর্বে গোলশূন্য ড্রতে দুই দল পয়েন্ট ভাগাভাগি করেছিল।

ম্যাচের ৩১তম মিনিটে একটি আক্রমণ ফিস্ট করে রুখে দেওয়ার একটু পর পরাস্ত হন মিতুল মারমা। সতীর্থের পাস ধরে বক্সের একটু ওপর থেকে নেওয়া পা ওমার বাবুর শট বলের লাইনে ঝাঁপিয়ে আটকাতে পারেননি শেখ রাসেল গোলরক্ষক। পোস্ট ঘেষে বল জালে জড়ালে এগিয়ে যায় ফর্টিস।
তবে তাদের এই এগিয়ে থাকাটা বেশি সময় থাকেনি। পাঁচ মিনিট পর ঘুরে দাড়ায় শেখ রাসেল। কোডাই লিডার বাকানো ফ্রি কিকে বলের গতিবিধি বুঝেই উঠতে পারেননি গোলকিপার শান্ত কুমার রায়। দূরের পোস্টে থাকা নাইজেরিয়ান ফরোয়ার্ড গাঞ্জু আতান্দা কাজে লাগান সুযোগ। ১-১ সমতা ফেরে ম্যাচে।

বিরতির পর শেখ রাসেলের রক্ষণভাগে চাপ দিতে থাকে ফর্টিস। তবে প্রতিপক্ষের আক্রমণ সামলে ৬৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে শেখ রাসেল। ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে আড়াআড়ি ক্রস বাড়ান মনির আলম। হেডে দূরের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেন দীপক রায়। শেষ দিকে সমতাসূচক গোলের জন্য মরিয়া হয়ে ওঠে ফর্টিস। কিন্তু গোলের দেখা না পাওয়ায় শেষ হাসি হাসে শেখ রাসেল। সূত্র: বাংলা ট্রিবিউন

দিনের অন্য ম্যাচে ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে শাহেদ হোসেন ও এদুয়ার্দ মোরিওর গোলে ২-০ ব্যবধানে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিকে হারিয়েছে বাংলাদেশ পুলিশ এফসি।

লিগে ১৪ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে পুলিশ। সমান ম্যাচে শেখ রাসেলের পয়েন্ট ১৪। ফর্টিসের পয়েন্ট ১৬। টানা তৃতীয় হারের পর রহমতগঞ্জ ১০ পয়েন্ট নিয়ে ১০ দলের মধ্যে আছে নবম স্থানে।

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়