শিরোনাম

প্রকাশিত : ০৫ মে, ২০২৪, ০২:৪৫ রাত
আপডেট : ০৫ মে, ২০২৪, ০২:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রমিক সংঘ

আবুল কাশেম মুহাম্মদ শাহীন

শ্রমিক সংঘ

আবুল কাশেম মুহাম্মদ শাহীন

আপনারা যখন কাব্যচর্চায় ব্যস্ত
অধিক নিরস একটি বিষয় শান্তি ও যুদ্ধ নিয়ে
আমি তখন নিরেট অলস ব্যক্তি মেধাহীনতা নিয়ে
মে দিবসের কবিতা লিখি।

‘শ্রমিকের জয় হোক, শ্রমিক ঐক্য অটুট থাকুক
দুনিয়ার মজদুর এক হও, লড়াই কর’
এই স্লোগানে মুখরিত যখন লাখ-বিলিয়ন শ্রমিক
আমি তখন বিশ্বজুড়ে শ্রমিকের কল্যাণে প্রার্থনা করি।

প্রচুর গরমে, দাবদাহে, ওষ্ঠাগত শ্রমিকের আজীবন সংগ্রামের কথা ভাবি।
এখানে সামাজিক, রাজনৈতিক বৈষম্য আছে 
এখানে অধিকার খর্বের বিষয় আছে
আছে বর্বরতা, অমানবিকতা, কষ্ট আর ঘামঝরা জীবন।

আমরা তো ভালো আছি।
শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে কবিতা লিখি
কিন্তু তারা? 
রাস্তায়
তীব্র গরম উপেক্ষা করে রং খেলা, মিছিল নিয়ে ব্যস্ত।
দুনিয়ার মজদুর এক হওÑকী এক জাদুকরী স্লোগান।

শ্রমিকের জয় হোক।
শান্তির জয় হোক।
শ্রমিক ঐক্য অটুট থাকুক।

জয় বাংলা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়