শিরোনাম

প্রকাশিত : ০৫ মে, ২০২৪, ১২:০৯ রাত
আপডেট : ০৫ মে, ২০২৪, ১২:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাংবাদিকতার মতো এমন উদারক্ষেত্র আর কোনোটা দেশে আছে? 

হাসান শান্তনু

হাসান শান্তনু: পেশা হিসেবে সাংবাদিকতা ‘বহমান নদীর মতো’! যেসব সংবাদমাধ্যমের মালিক নিয়মিত সাংবাদিক, কর্মচারীদের বেতন দেন না, সরকারের নির্ধারিত ওয়েজ বোর্ড মানেন না, তাদের সরকারি-বেসরকারি সুবিধার স্রোতে ভাসিয়ে রাখে সাংবাদিকতা। সেসব মালিকও সরকারি বিজ্ঞাপনসহ নানা সুবিধা লুটে নিতে পারেন অনায়াসেই। ঢাকার ফকিরাপুল মার্কা পত্রিকা, যা পাঠকের হাতে পৌঁছায় না, সেই পত্রিকার মালিকও এক-দেড় লাখ প্রচারসংখ্যা দেখিয়ে সরকারি সুবিধা আত্মসাৎ করছেন খুব সহজেই।

যেসব সাংবাদিক ‘বাস্তবতার সাঁতার’ কাটতে জানেন, মাসে মাসে ‘অমুক ভাই, তমুক ভাই’ থেকে চাঁদা নিয়ে পয়সা কামাতে পারেন, বছর শেষে দুর্নাম আড়াল করতে সরকারি হজে যেতে পারেন, তাদের দিকেও বেশ বহমান থাকে সাংবাদিকতার নদীর স্রোত। আর যারা ‘সাঁতার’ জানেন না, অভাব-অনটনে থেকেও সততার বুলি আওড়াতে পছন্দ করেন, তাদেরও ভাসিয়ে রাখে ওই নদী। সাঁতার জানা, না জানা- দুই অংশেরই ঠাঁই হয় সাংবাদিকতার ‘বহমান মমতাময়ী নদীতে’। সাংবাদিকতার মতো এমন উদারক্ষেত্র আর কোনোটা দেশে আছে? লেখক: সাংবাদিক। ফেসবুক থেকে 

  • সর্বশেষ
  • জনপ্রিয়