শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র স্মার্ট প্রাণিসম্পদ প্রকল্পে ৩৪ মিলিয়ন ডলার সহায়তা দিবে ◈ সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ হলে কাঁচাবাজারে দাম কমবে: সাঈদ খোকন ◈ নরসিংদীতে পৃথক বজ্রপাতের ঘটনায় মা-ছেলেসহ চারজন নিহত ◈ রোববার থেকে আবার গাউন পরতে হবে আইনজীবীদের ◈ সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকে প্রবেশে বাধা নেই: ডেপুটি গভর্নর ◈ জাতি-ধর্ম নির্বিশেষে কেউ যেন বৈষম্যের শিকার না হন: রাষ্ট্রপতি ◈ দেশের জিডিপির পূর্বাভাস কমালো জাতিসংঘ, চিন্তা মূল্যস্ফীতি নিয়ে ◈ আমি ইন্ডিয়া জোটেই আছি: মমতা  ◈ হিজবুল্লাহ’র হামলায় ইসরায়েলের ব্যাপক ক্ষতি হয়েছে: গ্যালান্ট ◈ কোন দেশে সেন্ট্রাল ব্যাংকে অবাধে সাংবাদিকরা ঢুকতে পারে, প্রশ্ন ওবায়দুল কাদেরের (ভিডিও)

প্রকাশিত : ০৫ মে, ২০২৪, ০১:৫৫ রাত
আপডেট : ০৫ মে, ২০২৪, ০১:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কারও জন্যই বিশেষ সুবিধা থাকা উচিত নয়

শেখ আদনান ফাহাদ

শেখ আদনান ফাহাদ: গণমাধ্যমের খবর অনুযায়ী, ডিসি কনফারেন্সে প্রস্তাব এসেছে আমলাদের সন্তানদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় হোক। এতে আমার খুব মন খারাপ হলো। বিশ্ববিদ্যালয় এমন জায়গা যেখানে একজন গরিব কৃষকের সন্তান মেধার জোরে পড়তে আসতে পারে। বড় বড় আমলাদের বাবারা গরিব মানুষ ছিলেন। এখনো দেখা যাবে যে দেশের অধিকাংশ সচিবের বাবা গরিব কৃষক, প্রাইমারি স্কুলের টিচার, হাইস্কুলের টিচার ছিলেন। নিউজ দেখে খুব কষ্ট পেয়ে এক বড় কর্মকর্তা (সচিব, খুব জ্ঞানী মানুষ)কে ফোন দিলাম। উনি বললেন, এটা তো সচিবদের লেভেল থেকে প্রস্তাবনা যায়নি, এতে বিচলিত হওয়ার দরকার নেই। এই সচিব স্যার এমন প্রস্তাবকে সংকীর্ণমনা বললেন। উনি বললেন, প্রস্তাবটা ভালো নয়। উনি একটা ইংরেজি শব্দ বললেন। compartmentalization। রাষ্ট্রীয় সুযোগ-সুবিধার compartmentalization বাংলাদেশে নতুন নয়। বিভিন্ন বাহিনী, এমনকি পুলিশের ছেলে-মেয়েদের জন্য স্কুল কলেজ আছে। বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের সন্তান, ভাইবোন, বউ সবার জন্য কোটা আছে। রাজউক কলেজ আছে, ক্যাডেট কলেজ আছে। বিইউপিতে তিন বাহিনীর সন্তানরা বিশেষ সুবিধা পায়? আমি উনার সাথে কথা বলে খুবই প্রীত হইলাম। মনে হচ্ছিল আমি আকবর আলী খান স্যারের সাথে কথা বলছি।  কারো জন্যই বিশেষ সুবিধা থাকা উচিত নয়। কারো  জন্য না। সবার সমান সুযোগ থাকা উচিত। ফেসবুক থেকে 

 
  • সর্বশেষ
  • জনপ্রিয়