শিরোনাম
◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী 

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০১৮, ০৯:৪৭ সকাল
আপডেট : ২৪ জানুয়ারী, ২০১৮, ০৯:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফুলবাড়ীতে শীতে আগুন পোহাতে গিয়ে গৃহবধূ নিহত

মোঃ রজব আলী, ফুলবাড়ী (দিনাজপুর): দিনাজপুরের ফুলবাড়ীতে শীতের হাত থেকে রক্ষা পেতে আগুন পোহাতে গিয়ে চাঁদনীরানী নামে এক গৃহবধূ নিহত ও আঞ্জুয়ারা বেগম নামে অপর গৃহবধূ গুরুতর আহত হয়েছে।

গত মঙ্গলবার সন্ধায় পৌর এলাকার চকচকা গ্রামে ও মধ্যগৌরীপাড়া গ্রামে পৃথক এই অগ্নিদগ্ধের ঘটনা ঘটে।

পৌর কাউন্সিলর গোলাফ্ফর হোসেন বলেন, মঙ্গলবার সকালে চকচকা গ্রামের শীতের হাত থেকে রক্ষা পেতে আগুন পোহাতে গিয়ে বিপ্লব রায়ের স্ত্রী গৃহবধু চাঁদনী রানী (২৪) অগ্নিদগ্ধের শিকার হয়।

এই ঘটনায় চাঁদনী রানী গুরুতর আহত হলে তাকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন সন্ধায় চাঁদনী রানীর মৃত্যু হয়।

অপরদিকে মধ্য গৌরীপাড়া গ্রামে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধের শিকার হয় আব্দুল খালেকের স্ত্রী আঞ্জুয়ারা বেগম (৫০)। এই ঘটনায় আঞ্জুয়ারা বেগম গুরুতর আহত হলে তাকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আঞ্জুয়ারা বেগমের পরিবারের সদস্যরা বলছেন, আঞ্জুয়ারা বেগমের অবস্থা আশঙ্কাজনক। সম্পাদনা: উমর ফারুক রকি

  • সর্বশেষ
  • জনপ্রিয়