শিরোনাম
◈ কড়াইলের ভয়াবহ আগুনে নিঃস্ব পরিবারগুলোকে সহায়তার আশ্বাস প্রধান উপদেষ্টার ◈ আমি বাংলাদেশিদের মতো কথা বলছি, ক্ষমতা থাকলে গ্রেপ্তার করুন, ভারতবর্ষ নাড়িয়ে দেবো ◈ বাংলা‌দেশও পা‌রে সাফ‌ল্যের স‌ঙ্গে বিশ্বকাপ আ‌য়োজন কর‌তে, প্রমাণ কর‌লো কাবা‌ডি ফেডা‌রেশন ◈ শব্দ দূষণ বন্ধে সরকার কঠোর: নীরব এলাকায় নির্বাচনি মাইক সম্পূর্ণ নিষিদ্ধ ◈ লাইভস্ট্রিমে সাহায্য চাওয়া নিয়ে দুবাই রাজপরিবারের সদস্যের সাবেক স্ত্রীর গ্রেপ্তার আশঙ্কা ◈ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনাকে হেসে খেলে হারা‌লো চেলসি ◈ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান মুখোমুখি ১৫ ফেব্রুয়ারি ◈ কিছুতেই থামছে না গণপিটুনি, মৃত্যুতে বাড়ছে উদ্বেগ! ◈ ২০৩০ সালের কমনওয়েলথ গেমস ভারতেই? বুধবার ঘোষণা হ‌বে আ‌য়োজ‌কের নাম ◈ অগ্রণী ব‌্যাং‌কের ভ‌ল্টে শেখ হাসিনার ৮৩২ ভরি স্বর্ণালংকার 

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২৫, ০৭:৪৫ বিকাল
আপডেট : ১৭ মে, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকায় মেট্রোরেলে তরুণীর এ কেমন অঙ্গভঙ্গি! ভিডিও ভাইরাল

মেট্রোরেল ভর্তি মানুষ। চলন্ত অবস্থায় হঠাৎ এক তরুণী ট্রেনের উপর হাটু উপড়ে ঝুলে পড়েন। কখনো বেলী ড্যান্স মতো অস্বাভাবিক অঙ্গভঙ্গি করে থাকেন। এসময় তিনি নিজের বাহুবলও দেখান। তার এসব কর্মকান্ডে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকেন মেট্রোরেলের যাত্রীরা।

এখানেই শেষ নয়। অপর এক ভিডিওতে দেখা যায়, তরুণী মেট্রেরেলের ভিতরে দাঁড়িয়ে পরনে থাকা শার্ট খুলে ফেলছেন। তবে, ভেতরে তার আরেকটি পোশাক ছিল। পরে সেখানে বিভিন্ন অঙ্গ ভঙ্গিতে ঐ তরুণী পড়ে থাকা ঐ ট্রাউজার খুলে ফেলে শরীরে থাকা বিশেষ পোশাক পরিদর্শন করেন। সেগুলো আবার ভিডিও করে সামাজিক মাধ্যমে আপলোড করেন।

মনিকা কবির নামে এক ফেইসবুক আইডিতে দেখা যায় কমফোর্টার গায়ে জড়িয়ে সে মেট্রাতে উঠছেন ঐ তরুণী। এমনকি মেট্রোর সিটে কমফোর্টার গায়ে দিয়ে শুয়ে থাকতে দেখা যায় তাকে। শুধু তাই নয়। মেট্রোর চলন্ত সিঁড়িতে বসে ফটোশুট করতে দেখা যায় তাকে।

তিনি শুধু মেট্রোতেই নয়। ট্রাফিক সিগন্যাল কিংবা রাস্তায় বা সড়কেও বিভিন্ন অঙ্গভঙ্গিতেও ভিডিও করছেন।  কোন কারণ ছাড়াই এভাবে মেট্রোরেলের ভিতরে ও  বাইরে তার এমন কর্মকান্ড মোটেই ভালো নেয়নি নেটিজেনরা। অনেকেই ভিডিওর কমেন্ট বক্সে নেতিবাচক মন্তব্য করছেন।

মনিকা কবির নামে ঐ ফেইসবুক আইডি থেকে জানা যায়, এই তুরুণী রাশিয়াতে থাকেন। তিনি বিশ্বের বিভিন্ন দেশ ঘুরে এসব ভিডিও বানান।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়