শিরোনাম
◈ প্রতি মাসে গড়ে ৮০-৮৫ মিলিয়ন ডলার বিল পরিশোধ করছে বিপিডিবি ◈ রাজনীতি রাজনীতিবিদদের হাতে থাকা উচিত: হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ জমেনি কলকাতার ঈদবাজার, ব্যবসায়ীরা  দুষছেন মোদি-হাসিনাকে  ◈ বিভাজনের পথ বেয়েই আ.লীগ আসবে, বিরোধ ভুলে ঐক্যবদ্ধ হোন: মাহফুজ ◈ আ.লীগ পুনর্গঠন নিয়ে পিনাকীর বক্তব্য, যা বললেন সোহেল তাজ ◈ পুলিশ কনস্টেবল থানা থেকে লুট হওয়া অস্ত্র কেনাবেচায় , যেভাবে পড়লেন ধরা ◈ আ’লীগের সমর্থনে মিছিল, যুবলীগ নেত্রীসহ আটক ৩ ◈ নিকেতন ক্লাব থেকে টার্গেট করে গুলশানে এনে ইন্টারনেট ব্যবসায়ীকে খুন ◈ আ.লীগ নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করবে গণঅধিকার পরিষদ ◈ আওয়ামী লীগ একটি গাড়ি, তার ড্রাইভার খারাপ হতে পারে, কিন্তু গাড়িটা তো খারাপ নয়: জি এম কাদের

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২৫, ০৭:৪৫ বিকাল
আপডেট : ২২ মার্চ, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকায় মেট্রোরেলে তরুণীর এ কেমন অঙ্গভঙ্গি! ভিডিও ভাইরাল

মেট্রোরেল ভর্তি মানুষ। চলন্ত অবস্থায় হঠাৎ এক তরুণী ট্রেনের উপর হাটু উপড়ে ঝুলে পড়েন। কখনো বেলী ড্যান্স মতো অস্বাভাবিক অঙ্গভঙ্গি করে থাকেন। এসময় তিনি নিজের বাহুবলও দেখান। তার এসব কর্মকান্ডে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকেন মেট্রোরেলের যাত্রীরা।

এখানেই শেষ নয়। অপর এক ভিডিওতে দেখা যায়, তরুণী মেট্রেরেলের ভিতরে দাঁড়িয়ে পরনে থাকা শার্ট খুলে ফেলছেন। তবে, ভেতরে তার আরেকটি পোশাক ছিল। পরে সেখানে বিভিন্ন অঙ্গ ভঙ্গিতে ঐ তরুণী পড়ে থাকা ঐ ট্রাউজার খুলে ফেলে শরীরে থাকা বিশেষ পোশাক পরিদর্শন করেন। সেগুলো আবার ভিডিও করে সামাজিক মাধ্যমে আপলোড করেন।

মনিকা কবির নামে এক ফেইসবুক আইডিতে দেখা যায় কমফোর্টার গায়ে জড়িয়ে সে মেট্রাতে উঠছেন ঐ তরুণী। এমনকি মেট্রোর সিটে কমফোর্টার গায়ে দিয়ে শুয়ে থাকতে দেখা যায় তাকে। শুধু তাই নয়। মেট্রোর চলন্ত সিঁড়িতে বসে ফটোশুট করতে দেখা যায় তাকে।

তিনি শুধু মেট্রোতেই নয়। ট্রাফিক সিগন্যাল কিংবা রাস্তায় বা সড়কেও বিভিন্ন অঙ্গভঙ্গিতেও ভিডিও করছেন।  কোন কারণ ছাড়াই এভাবে মেট্রোরেলের ভিতরে ও  বাইরে তার এমন কর্মকান্ড মোটেই ভালো নেয়নি নেটিজেনরা। অনেকেই ভিডিওর কমেন্ট বক্সে নেতিবাচক মন্তব্য করছেন।

মনিকা কবির নামে ঐ ফেইসবুক আইডি থেকে জানা যায়, এই তুরুণী রাশিয়াতে থাকেন। তিনি বিশ্বের বিভিন্ন দেশ ঘুরে এসব ভিডিও বানান।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়