স্পোর্টস ডেস্ক : ২০২৬ ফিফা বিশ্বকাপের ড্র সপ্তাহখানেক পর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে । যেখানে অংশগ্রহণকারী দলগুলোর গ্রুপ ভাগ্য নির্ধারণ হবে। ৪৮ দলের এ টুর্নামেন্টে র্যাঙ্কিংয়ের বড় চার দলকে নিয়ে বিশেষ পরিকল্পনা সাজিয়েছে ফিফা।
নিজ গ্রুপে চ্যাম্পিয়ন হলে ফাইনালের আগে মুখোমুখি হওয়ার সুযোগ নেই র্যাঙ্কিংয়ের সেরা দুই দল স্পেন ও আর্জেন্টিনার। একই নিয়ম প্রযোজ্য র্যাঙ্কিংয়ের তৃতীয় (ফ্রান্স) ও চতুর্থ সেরা দলের (ইংল্যান্ড) জন্যেও। নিজ গ্রুপে চ্যাম্পিয়ন হলে এ চার দলের আবার দেখা হবে না সেমিফাইনালের আগে।
৪৮ দলের বিস্তৃত ফরম্যাটে প্রতিযোগিতামূলক ভারসাম্য বজায় রাখার জন্য এমন সিদ্ধান্ত বলে মঙ্গলবার (২৫ নভেম্বর) ড্র প্রক্রিয়ার ঘোষণায় জানিয়েছে ফিফা। তবে কনফেডারেশনের নিয়ম প্রযোজ্য থাকবে। অর্থাৎ একই গ্রুপে একই অঞ্চলের একাধিক দল রাখা যাবে না (উয়েফা বাদে); ইউয়েফার ১৬টি দল রয়েছে, তাই একটি গ্রুপে সর্বোচ্চ দুটি ইউরোপীয় দল রাখা যাবে। ------ সময়নিউজ
ইতোমধ্যে ৪২ দল বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। বাকি ৬ দল প্লে-অফের মাধ্যমে জায়গা পাবে।
ওয়াশিংটনে আগামী ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ২০২৬ বিশ্বকাপের ড্র। স্টেডিয়াম ও ম্যাচের সূচি প্রকাশিত হবে ৬ ডিসেম্বর। চারটি পট থেকে ৪৮ দলকে ১২টি গ্রুপে বিভক্ত করা হবে।
কোন দল কোন পটে?
আয়োজক কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র পট-১-এ রয়েছে। এই পটে আরও আছে স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড, ব্রাজিল, পর্তুগাল, নেদারল্যান্ডস, বেলজিয়াম ও জার্মানি।
পট-২-এ রয়েছে ক্রোয়েশিয়া, মরক্কো, কলম্বিয়া, উরুগুয়ে, সুইজারল্যান্ড, জাপান, সেনেগাল, ইরান, দক্ষিণ কোরিয়া, ইকুয়েডর, অস্ট্রিয়া ও অস্ট্রেলিয়া।
পট-৩-এ থাকবে নরওয়ে, পানামা, মিশর, আলজেরিয়া, স্কটল্যান্ড, প্যারাগুয়ে, তিউনিসিয়া, আইভরি কোস্ট, উজবেকিস্তান, কাতার, সৌদি আরব ও দক্ষিণ আফ্রিকা।
পট-৪-এ থাকবে জর্ডান, কেপ ভার্দে, ঘানা, কুরাসাও, হাইতি, নিউজিল্যান্ড এবং ইউরোপিয়ান প্লে-অফ ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’-এর বিজয়ী দলসমূহ এবং ফিফা প্লে-অফ টুর্নামেন্ট ১ ও ২-এর বিজয়ীরা।
যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার আয়োজনে আগামী ১১ জুন পর্দা উঠবে বিশ্বকাপের। ১৯ জুলাই ফাইনালের মধ্যে দিয়ে সমাপ্তি ঘটবে আসরের।