স্পোর্টস ডেস্ক : ভারত ও শ্রীলঙ্কায় বসবে আগামী বছর টি-২০ বিশ্বকাপের আসর। গতবার টি-২০ বিশ্বকাপ জেতার পর ভারতের সেই সময়ের অধিনায়ক রোহিত শর্মা অবসর নিয়েছিলেন।
একইসঙ্গে বিরাট কোহলিও আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটকে বিদায় জানিয়েছিলেন। এবার আইসিসির পক্ষ থেকে বড় দায়িত্ব পেলেন রোহিত।
অবশেষে অপেক্ষার অবসান। মঙ্গলবার সন্ধ্যেয় প্রকাশিত হল আগামী টি-২০ বিশ্বকাপের ভেনু। এ বারের কুড়ি-বিশের বিশ্বকাপে যুগ্ম আয়োজক, ভারত ও শ্রীলঙ্কা। ভারতের ৫টি ভেনুতে হবে ম্যাচ। আর শ্রীলঙ্কায় ম্যাচ হবে তিনটি জায়গায়।
জানা গিয়েছে, ইডেন গার্ডেন্সে হবে এ বারের টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ। টি-২০ বিশ্বকাপের ভেনু ঘোষণার মাঝে আইসিসি একইসঙ্গে বড় চমক নিয়ে হাজির হয়েছে।
ভারতের হয়ে দু’বার বিশ্বকাপজয়ী রোহিত শর্মাকে বড় দায়িত্ব দিয়েছে আইসিসি। এবার তিনি টি-২০ বিশ্বকাপে আইসিসির ব্র্যান্ড অ্যাম্বাসেডর।