শিরোনাম
◈ কড়াইলের ভয়াবহ আগুনে নিঃস্ব পরিবারগুলোকে সহায়তার আশ্বাস প্রধান উপদেষ্টার ◈ আমি বাংলাদেশিদের মতো কথা বলছি, ক্ষমতা থাকলে গ্রেপ্তার করুন, ভারতবর্ষ নাড়িয়ে দেবো ◈ বাংলা‌দেশও পা‌রে সাফ‌ল্যের স‌ঙ্গে বিশ্বকাপ আ‌য়োজন কর‌তে, প্রমাণ কর‌লো কাবা‌ডি ফেডা‌রেশন ◈ শব্দ দূষণ বন্ধে সরকার কঠোর: নীরব এলাকায় নির্বাচনি মাইক সম্পূর্ণ নিষিদ্ধ ◈ লাইভস্ট্রিমে সাহায্য চাওয়া নিয়ে দুবাই রাজপরিবারের সদস্যের সাবেক স্ত্রীর গ্রেপ্তার আশঙ্কা ◈ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনাকে হেসে খেলে হারা‌লো চেলসি ◈ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান মুখোমুখি ১৫ ফেব্রুয়ারি ◈ কিছুতেই থামছে না গণপিটুনি, মৃত্যুতে বাড়ছে উদ্বেগ! ◈ ২০৩০ সালের কমনওয়েলথ গেমস ভারতেই? বুধবার ঘোষণা হ‌বে আ‌য়োজ‌কের নাম ◈ অগ্রণী ব‌্যাং‌কের ভ‌ল্টে শেখ হাসিনার ৮৩২ ভরি স্বর্ণালংকার 

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২৫, ১১:২০ দুপুর
আপডেট : ২৬ নভেম্বর, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনাকে হেসে খেলে হারা‌লো চেলসি

স্পোর্টস ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে স্ট্যামফোর্ড ব্রিজে চেলসিকে হারানো যে সহজ নয়, তা আবার প্রমাণ করলো দলটি। ঘরের মাঠে বা‌র্সেলোনা‌কে ৩-০ গোলে হারিয়েছে চেল‌সি।

ম্যাচে ৪-২-৩-১ ফরমেশন নিয়ে মাঠে নামে চেলসি। অন্যদিকে, ৪-৩-৩ ফরমেশনই বেছে নেয় ফ্লিক শিষ্যরা। আক্রমণে রবার্ট লেভানডফস্কি ও ইয়ামাল থাকায় স্বস্তিতে ছিল বার্সা ভক্তরা। তবে, খেলা শুরু হতেই দেখা যায় ভিন্ন চিত্র। 

তিন মিনিটের মাথায় এনজো ফার্নান্দেজের গোলে এগিয়ে যেতে পারতো চেলসি, তবে রেফারি হ্যান্ডবল দেয়ায় গোলটি বাতিল হয়ে যায়; যদিও ম্যাচের শুরু থেকেই বার্সাকে চাপ দিতে থাকে চেলসি। -- যমুনা‌নিউজ

ম্যাচের ২২ মিনিট! আবার বার্সার জালে বল পাঠান আর্জেন্টাইন এনজো। কিন্তু এবার অফসাইডের কারণে বাতিল হয় গোল। ঠিক ৪ মিনিট পর, বার্সা ডিফেন্ডার জুলস কুন্দের ভুলে অবশেষে গোল পায় চেলসি। 

গোল হজমের পর এলোমেলোভাবে খেলতে থাকে বার্সা। ম্যাচের ৪৩ মিনিটে মার্ক কুকুরেল্লাকে ফাউল করে দ্বিতীয়বারের মতো হলুদ কার্ড পান রোনাল্দ আরাউহো। রেফারির কাছ থেকে লাল কার্ড পাওয়ার কারণে ১০ জনের দলে পরিণত হয় বার্সেলোনা। 

দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটে আবার অফসাইডের কারণে বাতিল হয় আন্দ্রে সান্তসের গোল। ঠিক ৪ মিনিট পর ব্রাজিলিয়ান ফুটবলার এস্তেভাও দুর্দান্ত এক গোল করে ইয়ামালের থেকে লাইমলাইট পুরোটাই নিজের দিকে টেনে নেন এই তরুণ প্রতিভাবান ফুটবলার।গোলটি দেখে ধারাভাষ্যকার বলেই বসলেন, 'এস্তেভাও! ইজ আ শাইনিং স্টার!

ম্যাচের ৭২ মিনিটে চেলসির আরেকটি গোল প্রথমে অফসাইডের কারণে বাতিল হয়। তবে ভিএআর-এর মাধ্যমে রেজাল্ট চেলসির পক্ষে আসে। দলের হয়ে গোলটি করেন লিয়াম ডিলাপ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়