শিরোনাম
◈ ৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ ◈ বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর পেলেন ‘সি’ গ্রেড: গ্লোবাল ফাইন্যান্সের মূল্যায়ন ◈ স্বর্ণের দাম আবারও বাড়ল: দেশে ২২ ক্যারেটের ভরি এখন ২ লাখ ৮ হাজার টাকার বেশি ◈ সীমান্ত পাড় হওয়ার চেষ্টা, পুরান ঢাকায় শীর্ষ সন্ত্রাসী মামুনকে গুলি করা সেই দুই শুটার গ্রেপ্তার ◈ ২২ বিচারপতিকে স্থায়ী নিয়োগ ◈ বিএনসিসি মানে আত্মমর্যাদা ও শৃঙ্খলা: প্রধান উপদেষ্টা  ◈ ‘অস্ত্রধারী সন্ত্রাসী দেখলেই ব্রাশফায়ার’ করে হত্যার নির্দেশ দিলেন সিএমপি কমিশনার ◈ অতীতের জটিলতা ভুলে বাস্তবতার পথে বাংলাদেশ-পাকিস্তান, নতুন উদ্যোগে থাকছে যা যা ◈ বাংলাদেশের ক্যাচ মিসের মহড়া, প্রথম দিন শে‌ষে স্বস্তিতে আয়ারল্যান্ড ◈ দেশের সব বিমানবন্দরে বাড়তি সতর্কতা জারি

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৫, ০৭:৫৪ বিকাল
আপডেট : ১১ নভেম্বর, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চ্যাটজিপিটি ব্যবহার করে ঘরে বসে মাসে ৫০ হাজার+ টাকা উপার্জনের ১০ কার্যকর কৌশল

কৃত্রিম বুদ্ধিমত্তা এখন শুধুমাত্র ভবিষ্যতের প্রযুক্তি নয়—এটি বর্তমানের বাস্তবতা। বিশেষ করে ওপেনএআই-এর চ্যাটজিপিটির মতো যন্ত্রবান্ধব টুলগুলো মানুষকে নতুনভাবে কাজ করার সুযোগ করে দিচ্ছে। আজ অনেকেই ঘরে বসেই চ্যাটজিপিটির সহায়তায় মাসে ৫০,০০০ বা তারও বেশি উপার্জন করছেন।

আপনি যদি সৃজনশীল হন এবং ইন্টারনেট সংযোগ থাকে, তাহলে আপনিও এই সম্ভাবনার অংশ হতে পারেন। নিচে চ্যাটজিপিটি ব্যবহার করে ঘরে বসে উপার্জন করার ১০টি কার্যকর পন্থা তুলে ধরা হলো।

১. স্বাধীন পেশাজীবী কনটেন্ট লেখালিখি

চ্যাটজিপিটি ব্যবহার করে দ্রুত ব্লগ, প্রবন্ধ, ওয়েবসাইটের বিষয়বস্তু তৈরি করা যায়। এই ধরনের সেবার চাহিদা ফাইভার, আপওয়ার্ক এবং ফ্রিল্যান্সার ডটকম-এর মতো স্বাধীন কর্মসংস্থানের ওয়েবসাইটে ব্যাপক।

২. ইউটিউব ও স্বল্পদৈর্ঘ্য ভিডিওর জন্য স্ক্রিপ্ট লেখা

অনেক ভিডিও নির্মাতা স্ক্রিপ্ট লেখার জন্য লেখক খোঁজেন। চ্যাটজিপিটির মাধ্যমে সহজেই আকর্ষণীয় ভিডিও স্ক্রিপ্ট তৈরি করে এই ক্ষেত্রে কাজ করা যায়।

৩. সামাজিক যোগাযোগমাধ্যম বিষয়বস্তু ব্যবস্থাপনা

ইনস্টাগ্রাম, ফেসবুক কিংবা লিংকডইন-এর জন্য পোস্ট, শিরোনাম, হ্যাশট্যাগ প্রভৃতি তৈরি করে ক্লায়েন্টদের সামাজিক যোগাযোগমাধ্যম পরিচালনার কাজ করা সম্ভব।

৪. ই-বই ও নির্দেশিকা লেখা

যেকোনো বিষয়ে আপনি অভিজ্ঞ হলে, চ্যাটজিপিটির সহায়তায় একটি ই-বই বা নির্দেশিকা লিখে তা অ্যামাজন কিন্ডল বা অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশ করে বিক্রি করা যায়।

৫. গ্রাহক সহায়তা বা কথোপকথনকারী যন্ত্র তৈরি

ছোট ও মাঝারি ব্যবসাগুলোর জন্য যন্ত্রনির্ভর কথোপকথনকারী (চ্যাটবট) এখন অত্যন্ত দরকারি হয়ে উঠেছে। চ্যাটজিপিটি ব্যবহার করে আপনি বুদ্ধিমান চ্যাটবট তৈরি করে দিতে পারেন।

৬. অনলাইন প্রশিক্ষণ কোর্স তৈরি

চ্যাটজিপিটির মাধ্যমে পাঠ্যক্রম পরিকল্পনা, পাঠ বিভাগ, প্রশ্নোত্তর প্রভৃতি তৈরি করে নিজস্ব অনলাইন প্রশিক্ষণ কোর্স নির্মাণ করে তা বিক্রি করা যায়।

৭. অনুবাদ ও ভাষান্তর সেবা

বাংলা থেকে ইংরেজি বা ইংরেজি থেকে বাংলাসহ বিভিন্ন ভাষায় অনুবাদে চ্যাটজিপিটি কার্যকরভাবে সাহায্য করতে পারে। ফলে অনুবাদক হিসেবে উপার্জন সম্ভব।

৮. কৃত্রিম বুদ্ধিমত্তা পরামর্শ সেবা

অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান এখনো জানেন না কীভাবে এআই টুল ব্যবহার করতে হয়। আপনি তাদের পরামর্শ দিয়ে বা সেটআপ করে দিয়ে অর্থ উপার্জন করতে পারেন।

৯. ব্লগ বা অনলাইন সংবাদ পোর্টাল চালানো

নিজস্ব ব্লগ বা সংবাদভিত্তিক ওয়েবসাইট পরিচালনা করে চ্যাটজিপিটির সহায়তায় নিয়মিত বিষয়বস্তু তৈরি করে গুগল বিজ্ঞাপন, অ্যাফিলিয়েট বিপণন কিংবা পৃষ্ঠপোষকতার মাধ্যমে আয় করা যায়।

১০. ডিজিটাল বিপণন ও অনুসন্ধান-ইঞ্জিন-বান্ধব লেখা

অনুসন্ধানযোগ্য শব্দের ভিত্তিতে বিষয়বস্তু তৈরি করে ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনে এগিয়ে রাখার জন্য কাজ করা যায়। চ্যাটজিপিটি এই কাজে অত্যন্ত কার্যকর।

চ্যাটজিপিটি এখন শুধুমাত্র কথোপকথনের একটি যন্ত্র নয়, বরং একটি পূর্ণাঙ্গ উপার্জনের মাধ্যম। আপনি যদি এটিকে সঠিকভাবে ব্যবহার করতে শিখেন, তাহলে ঘরে বসেই একটি সফল ক্যারিয়ার গড়ে তোলা সম্ভব। প্রযুক্তিকে কাজে লাগিয়ে নিজেকে গড়ে তুলুন নতুন যুগের উপযোগী একজন স্বাধীন পেশাজীবী হিসেবে।

সূত্র: দৈনিক জনকণ্ঠ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়