শিরোনাম
◈ ভুয়া তথ্য ও বিভ্রান্তি মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস ◈ বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরা মারা গেছেন ◈ বিটিআরসির সতর্কবার্তা মোবাইল ফোন ব্যবহারকারীদের! ◈ বিক্ষোভকারীদের ইরানি প্রতিষ্ঠান দখল করতে বল‌লেন ট্রাম্প, হুঁশিয়ারি সত্ত্বেও আ‌ন্দোলন দমা‌তে এরফানের ফাঁসি আজ ◈ ‌নির্বাচ‌নে গণভোটে 'হ্যাঁ' ভোট দি‌তে প্রচারণা, অন্তর্বর্তী সরকারের ভূমিকা প্রশ্ন তৈরি করছে? ◈ বাংলাদেশের জন্য যে তিনটি সুখবর দিলেন ইইউ রাষ্ট্রদূত ◈ ভারতের ব‌্যাড‌মিন্টন ভেন্যুতে মল, নোংরা ও অস্বাস্থ্যকর, খে‌লোয়াড়‌দের অভিযোগ  ◈ পোস্টাল ব্যালটে প্রতীক বিন্যাসে পক্ষপাতের অভিযোগ বিএনপির, গণভোটে ‘হ্যাঁ’ পক্ষে দলটি ◈ জামায়াত আমির ডা. শফিকুর রহমানকে সরকারি গানম্যান ও বাসভবনে সশস্ত্র পুলিশ মোতায়েনের নির্দেশ ◈ আজ ঢাকার তিন পয়েন্ট অবরোধের ঘোষণা শিক্ষার্থীদের

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২৬, ১০:৫২ দুপুর
আপডেট : ১৪ জানুয়ারী, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাগুজে বাঘ, ইংল্যান্ডকে ধুয়ে দিলেন সু‌নিল গাভাস্কার 

স্পোর্টস ডেস্ক : অ্যাশেজে অস্ট্রেলিয়া ৪-১ হারিয়েছে ইংল্যান্ডকে। ইংল্যান্ড বিধ্বস্ত হওয়ায় কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার তীব্র কটাক্ষ করেছেন ইংল্যান্ডকে। 

বেন স্টোকসের নেতৃত্বাধীন ইংল্যান্ডকে 'কাগুজে বাঘ' বলে উল্লেখ করেছেন লিটল মাস্টার। ব্রেন্ডন ম্যাকালামের 'বাজবল' থিওরি ভূপতিত হয়েছে। চতুর্দিক থেকে ম্যাকালামের দিকে ধেয়ে আসছে সমালোচনা।  গাভাস্কার তাঁর কলামে লিখেছেন, হতাশাটা আরও বেশি কারণ দলটা কাগজের বাঘ।আসল বাঘ নয়। ---- আজকাল

এর আগে অ্যাশেজে ধরাশায়ী হওয়ার পরে প্রাক্তন ইংরেজ তারকা জিওফ্রে বয়কট ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্টকে কটাক্ষ করেছিলেন।

বয়কট মনে করেন, এই নেতৃত্বকে না সরালে এরকম ব্যর্থতা চলতেই থাকবে। তাঁর অভিযোগ, ইংরেজ ক্রিকেট ভক্তদের সঙ্গে প্রতারণা করেছেন এরা।

নিজের কলামে বয়কট বলেছেন, এই তিনজনই বারবার ক্রিকেট ভক্তদের সামনে দাবি করে এসেছে, অ্যাশেজের জন্য দুর্দান্ত প্রস্তুতি চলছে। ক্রিকেটারদের বলা হয়েছে, মুক্তমনে খেলো। ব্যর্থ হলেও জবাবদিহি চাওয়া হয় না।

বয়কটের কথায়, ‘‌এই তিনজন হলেন ইংল্যান্ড ক্রিকেটের জ্ঞানী ব্যক্তি। ম্যাকালাম, স্টোকস ও রব কি বছরের পর বছর মিথ্যা বিক্রি করে এসেছেন। ম্যাকালাম ও কি জানিয়েছিল অ্যাশেজের জন্য সঠিক পরিকল্পনা তৈরি রয়েছে। আমরা সবাই তা দেখলাম। ইংল্যান্ড ১–৪ হারল।

 এরপরই বয়কটের সংযোজন, ‘‌ম্যাকালামের দর্শন হল ভয়ডরহীন ক্রিকেট। আউট হলে দোষ নেই। কারণ জানে কেউ জবাব চাইবে না। নিজের মতো কাজ করে যাও। এই হয়েছে অবস্থা।

বয়কটের কথায়, ক্রিকেটারদের মধ্যে উন্নতির চেষ্টা নেই। কারণ কোচ ও অধিনায়ক তো ব্যর্থতা নিয়ে কিছুই বলেন না। তাঁর কথায়, ‘‌ইংল্যান্ডে প্রচুর প্রতিভা রয়েছে। কিন্তু ম্যাকালামের জন্য তা সঠিকভাবে ব্যবহার হচ্ছে না।’‌ বয়কট বলেছেন, ‘‌কোচ ও অধিনায়ক সন্তুষ্ট থাকলে পরিবর্তনের দরকার তো নেই। এই বাজবলে লোকে বিরক্ত হয়ে গিয়েছে। বয়কটের পরে এবার গাভাস্কারও তুলোধনা করলেন ইল্যান্ডের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়