শিরোনাম
◈ বিএনপি ক্ষমতায় এলে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা: ঘোষণা তারেক রহমানের ◈ সে‌মিফাইনা‌লে হে‌রে বিশ্বকাপে তৃতীয় হ‌লো বাংলাদেশ, সোমবার ফাইনালে ভারতের মু‌খোমু‌খি চাইনিজ তাইপে ◈ সে‌মিফাইনা‌লে ইরান‌কে হা‌রি‌য়ে নারী কাবা‌ডি বিশ্বকা‌পের ফাইনালে ভারত ◈ ফের রাজশাহীতে রেলপথ অবরোধ, ৬ ট্রেনের সিডিউল বিপর্যয় ◈ কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক, যে তথ্য জানালেন নাহিদ ইসলাম ◈ ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার ◈ গত ২৪ ঘণ্টায় ৯০ বারের বেশি ভূমিকম্প, সতর্ক থাকার পরামর্শ ◈ দণ্ডিত হাসিনা–কামালকে ফেরত চেয়ে ভারতকে আনুষ্ঠানিক চিঠি ঢাকার ◈ বঙ্গোপসাগরে লঘুচাপ: ভূমিকম্প আতঙ্কের মধ্যেই এবার ঘূর্ণিঝড়ের আভাস ◈ ভূমিকম্প আতঙ্ক : বিদ্যালয় বন্ধের বিষয়ে স্পষ্ট করলেন উপদেষ্টা

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৫, ০২:৩৩ দুপুর
আপডেট : ২৩ নভেম্বর, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

বিকা‌লে বিশ্বকা‌পের সেমিফাইনালে চাইনিজ তাইপের মুখোমুখি বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপে নিজেদের ঐতিহাসিক যাত্রা আরও এগিয়ে নিতে স্বাগতিক বাংলাদেশ রোববার মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে অপরাজিত চাইনিজ তাইপের। ম্যাচটি শুরু হবে বিকেল ৫টায়।

গতবারের চ্যাম্পিয়ন ভারত ও রানার্স-আপ ইরান দিনের প্রথম সেমিফাইনালের পর বিকেল ৫টায় শুরু হবে বাংলাদেশ–তাইপে লড়াই।

শনিবার থাইল্যান্ডকে ৪০-৩১ ব্যবধানে হারিয়ে পুল ‘এ’-এর রানার্স-আপ হয়ে ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ চারে উঠেছে বাংলাদেশ। চার ম্যাচে তিন জয়ে এটিই বিশ্বমঞ্চে বাংলাদেশের সবচেয়ে সফল অভিযান।

চাইনিজ তাইপের শক্তিমত্তা স্বীকার করলেও আরেকটি স্মরণীয় পারফরম্যান্সের আশা করছেন বাংলাদেশের প্রধান কোচ শাহনাজ পারভীন মালেকা, 'চাইনিজ তাইপে খুবই শক্তিশালী দল। আমরাও সেরা খেলাটা খেলতে চেষ্টা করব এবং জয়ের লক্ষ্যেই নামব। আমরা নিজেদের মাঠে উগান্ডা, জার্মানি ও থাইল্যান্ডকে হারিয়েছি—এটাই আমাদের আত্মবিশ্বাস।'

থাইল্যান্ডের বিপক্ষে রোমাঞ্চকর জয়ের পর দল আরও চাঙা হয়েছে বলেও জানান তিনি, 'মেয়েরা এখন আরও উদ্দীপ্ত ও আত্মবিশ্বাসী। তারা আমাকে বলেছে, চাইনিজ তাইপের বিপক্ষে ম্যাচটা "ডু অর ডাই"। তারা সর্বোচ্চটা উজাড় করে দেবে।

দলের অন্যতম সেরা রেইডার স্মৃতি আক্তার জানালেন স্বাগতিক হিসেবে খেলতে পারার অনুভূতি, 'এ অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। নিজের মাটিতে খেলা আর দেশের জন্য পদক নিশ্চিত করা—এর চেয়ে আনন্দ আর কী হতে পারে?'

অন্যদিকে, পাঁচ ম্যাচে পাঁচ জয়ে পুল ‘বি’ সেরা হয়ে সেমিফাইনালে এসেছে চাইনিজ তাইপে। দলটির অধিনায়ক ইয়াহান চুয়াং স্বাগতিকদের প্রশংসা করেও জানালেন প্রস্তুতির কথা।

তিনি বলেন, 'বাংলাদেশের বিপক্ষে আমরা ভালোভাবে প্রস্তুত থাকব। তারা দক্ষ দল, তাই আমাদের সেরাটা দিতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়