শিরোনাম
◈ বিএনপি ক্ষমতায় এলে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা: ঘোষণা তারেক রহমানের ◈ সে‌মিফাইনা‌লে হে‌রে বিশ্বকাপে তৃতীয় হ‌লো বাংলাদেশ, সোমবার ফাইনালে ভারতের মু‌খোমু‌খি চাইনিজ তাইপে ◈ সে‌মিফাইনা‌লে ইরান‌কে হা‌রি‌য়ে নারী কাবা‌ডি বিশ্বকা‌পের ফাইনালে ভারত ◈ ফের রাজশাহীতে রেলপথ অবরোধ, ৬ ট্রেনের সিডিউল বিপর্যয় ◈ কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক, যে তথ্য জানালেন নাহিদ ইসলাম ◈ ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার ◈ গত ২৪ ঘণ্টায় ৯০ বারের বেশি ভূমিকম্প, সতর্ক থাকার পরামর্শ ◈ দণ্ডিত হাসিনা–কামালকে ফেরত চেয়ে ভারতকে আনুষ্ঠানিক চিঠি ঢাকার ◈ বঙ্গোপসাগরে লঘুচাপ: ভূমিকম্প আতঙ্কের মধ্যেই এবার ঘূর্ণিঝড়ের আভাস ◈ ভূমিকম্প আতঙ্ক : বিদ্যালয় বন্ধের বিষয়ে স্পষ্ট করলেন উপদেষ্টা

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৫, ০৬:৫২ বিকাল
আপডেট : ২৩ নভেম্বর, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষকের মৃত্যু

আদনান হোসেন, ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষে আশুলিয়া গণবিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. আখতার-উল আলম (৫০) নিহত হয়েছেন।

রোববার (২৩ নভেম্বর) দুপুরে ধামরাইয়ের ঢুলিভিটা-কালিয়াকৈর আঞ্চলিক মহাসড়কের ভাড়ারিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আখতার-উল আলম টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বাসিন্দা। তিনি সাভারের আশুলিয়া থানার শিমুলিয়া ইউনিয়নের গোয়াইলবাড়ী এলাকায় পরিবারসহ বসবাসকরতেন,আখতার-উল আলম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থী ছিলেন।

স্থানীয়রা জানান, আমতলা বাজার থেকে ঢুলিভিটার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি সিএনজিচালিত অটোরিকশা ভাড়ারিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন শিক্ষক আখতার-উল আলম। স্থানীয়রা তাকে উদ্ধার করে ধামরাই সরকারি হাসপাতালে নেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত গণস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে নেওয়ার আগেই তার মৃত্যু হয় বলে চিকিৎসকেরা জানান।

ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) মো. মোস্তফা কামাল বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাইনি। স্থানীয়দের মাধ্যমে জানতে পারি আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে। এখনো কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়