জাকির হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে দুধ দিয়ে গোসল করে রাজনীতি থেকে বিদায় জানালেন তুষার আলী নামে এক বিএনপি নেতা। তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার ১৭ নং জগন্নাথপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক।
রবিবার (২৩ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ছোট খোঁচা বাড়ি এলাকায় এ ঘটনা চোখে পড়ে।
অবহেলার স্বীকার হয়ে নিজের পদ সহ দল থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছেন এমন মন্তব্য করেন তিনি।
তুষার আলী জানান, ১৭ বছরের রাজনীতিতে দলকে ব্যাপক সহযোগিতা করেছি, অনেক ত্যাগ স্বীকার করেছি। কিন্তু আগস্টের পরে আমার মূল্যায়ন একেবারেই কমে গেছে। ৪ আগস্টের আগ পর্যন্ত আমাকে শুধুই ব্যবহার করা হয়েছে। তারপর থেকে আমি শুধুই একটি ভাঙ্গা পাত্রের মতো হয়ে গেছি। তাই দুধ দিয়ে গোসল করে রাজনীতি থেকে বিদায় নিলাম।