শিরোনাম
◈ বিএনপি ক্ষমতায় এলে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা: ঘোষণা তারেক রহমানের ◈ সে‌মিফাইনা‌লে হে‌রে বিশ্বকাপে তৃতীয় হ‌লো বাংলাদেশ, সোমবার ফাইনালে ভারতের মু‌খোমু‌খি চাইনিজ তাইপে ◈ সে‌মিফাইনা‌লে ইরান‌কে হা‌রি‌য়ে নারী কাবা‌ডি বিশ্বকা‌পের ফাইনালে ভারত ◈ ফের রাজশাহীতে রেলপথ অবরোধ, ৬ ট্রেনের সিডিউল বিপর্যয় ◈ কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক, যে তথ্য জানালেন নাহিদ ইসলাম ◈ ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার ◈ গত ২৪ ঘণ্টায় ৯০ বারের বেশি ভূমিকম্প, সতর্ক থাকার পরামর্শ ◈ দণ্ডিত হাসিনা–কামালকে ফেরত চেয়ে ভারতকে আনুষ্ঠানিক চিঠি ঢাকার ◈ বঙ্গোপসাগরে লঘুচাপ: ভূমিকম্প আতঙ্কের মধ্যেই এবার ঘূর্ণিঝড়ের আভাস ◈ ভূমিকম্প আতঙ্ক : বিদ্যালয় বন্ধের বিষয়ে স্পষ্ট করলেন উপদেষ্টা

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৫, ০৬:৩৬ বিকাল
আপডেট : ২৩ নভেম্বর, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আওয়াজ তুলতে হবে: এ্যানি

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি: মাদকমুক্ত সমাজ গড়তে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আওয়াজ তুলতে হবে বলে জানিয়েছেন বিএনপি যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। রোববার (২৩ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর শহরের পাবলিক লাইব্রেরি ও টাউন হলে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

এ্যানি বলেন, মাদক মুক্ত সমাজ গড়তে প্রয়োজন সামাজিক আন্দোলন। মাদক মুক্ত সমাজ গড়তে হলে আমার একার পক্ষে সম্ভব হবে না। আমি নির্বাচিত প্রতিনিধি হলেও একার পক্ষে মাদক নির্মূল করা সম্ভব নয়। যে যেখানে থাকি সবাইকে মাদকের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে। কারণ এ মাদকের সঙ্গে সন্ত্রাস জড়িত, চুরি, ডাকাতি রাহাজানি জড়িত। যারা মাদক সেবন করে, মাদকের ব্যবসা করে তাদের হুঁশ জ্ঞান থাকে না। তারা অপকর্ম করে সমাজে। তারা কিন্তু সংখ্যায় অল্প, এরা কিছু সাময়িক প্রভাবশালী ব্যাক্তি প্রভাবে দীর্ঘদিন ধরে রাজত্ব করে যাচ্ছে। কিন্তু আমরা এখন মাদক নির্মূলে কঠিন চ্যালেঞ্জ গ্রহণ করেছি। এখানে আমাদের শিক্ষার্থী যারা আছেন তাদের নিয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের নেতৃত্বে তাদের নিয়ে আমরা এগিয়ে যাবো।

তিনি আরও বলেন, রাজনীতি বলি বা অরাজনীতি নেতারা সামাজিকভাবে যারা দায়িত্বশীল সম্পূর্ণ কাজ একটা দেশের জন্য সব শেষ হয়ে যায় না। যে সমাজে শিক্ষা, কারিকুলাম অ্যাক্টিভিটিস ও ক্রীড়া অঙ্গণে ভূমিকা থাকে, এতে করে অনেক কিছু সহজে হয়। তাই পড়ালেখা-খেলাধুলায় মনোনিবেশ করার মাধ্যমে নতুন প্রজন্মকে সঠিক পথ দেখাতে হবে। সেদিকে প্রত্যেক অভিভাবক ও শিক্ষকদের খেয়াল রাখতে হবে।

আগামী নির্বাচনে ধানের শীষের মার্কাকে ভোট দিতে নতুন প্রজন্মকে আহ্বান জানান তিনি বলেন, গত ১৭ বছর ধরে মানুষ ভোট দিতে পারেনি। এখন ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। তাই সকল ষড়যন্ত্র মোকাবিলা করে একটি সুন্দর সুষ্ঠু ভোট দিতে অন্তর্বর্তী সরকারের নিকট জোর দাবি জানাই।

লক্ষ্মীপুর সোসাইটি ও আলফা ফাউন্ডেশনের আয়োজনে জেলার এইচএসসি জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান করা হয়। এতে লক্ষ্মীপুর সোসাইটির সভাপতি ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন– ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপচার্য অধ্যাপক ড. মামুন আহমেদ, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মঞ্জুর রহমান, সাবেক অধ্যক্ষ অধ্যাপক মাঈন উদ্দিন পাঠানসহ আরও অনেকেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়