মিজান লিটন: আগামী নির্বাচনে সুন্নি জোটের ৩০০ আসনে প্রার্থী নিশ্চিত করা হবে। বলেছেন সাংগঠনিক সচিব আহলে সুন্নাত আল জামাত, আল্লামা গিয়াস উদ্দিন তাহেরি।
রবিবার (২৩ নবেম্বর) বিকেলে চাঁদপুর সদরের খলিশাডুলী কাদেরিয়া চিশতিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসায় মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন,যারা এদেশের মাঝে ধর্মের নামে অপব্যাখ্যা করে ও ধর্মান্ধতা, ধর্মদ্রোহিতা ছড়ায় এবং দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্রে লিপ্ত সকল ষড়যন্ত্রের অবসান ঘটাতে হলে আহলে সুন্নাত ওয়াল জামাত ও বৃহত্তর সুন্নিজোটে সাথে হাত মিলালেই শান্তি ও সম্প্রীতি রক্ষা ও বজায় থাকবে।
এসময় উপস্থিত ছিলেন, মাদ্রাসার সুপার মাওলানা হান্নান ও চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের ইসলামী ফ্রন্টের সোমবাতি প্রকিকের প্রার্থী মাওঃএ এইচ এম আহসানুল্লাহ সহ বিভিন্ন নেতৃবৃন্দ।