শিরোনাম
◈ বিএনপি ক্ষমতায় এলে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা: ঘোষণা তারেক রহমানের ◈ সে‌মিফাইনা‌লে হে‌রে বিশ্বকাপে তৃতীয় হ‌লো বাংলাদেশ, সোমবার ফাইনালে ভারতের মু‌খোমু‌খি চাইনিজ তাইপে ◈ সে‌মিফাইনা‌লে ইরান‌কে হা‌রি‌য়ে নারী কাবা‌ডি বিশ্বকা‌পের ফাইনালে ভারত ◈ ফের রাজশাহীতে রেলপথ অবরোধ, ৬ ট্রেনের সিডিউল বিপর্যয় ◈ কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক, যে তথ্য জানালেন নাহিদ ইসলাম ◈ ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার ◈ গত ২৪ ঘণ্টায় ৯০ বারের বেশি ভূমিকম্প, সতর্ক থাকার পরামর্শ ◈ দণ্ডিত হাসিনা–কামালকে ফেরত চেয়ে ভারতকে আনুষ্ঠানিক চিঠি ঢাকার ◈ বঙ্গোপসাগরে লঘুচাপ: ভূমিকম্প আতঙ্কের মধ্যেই এবার ঘূর্ণিঝড়ের আভাস ◈ ভূমিকম্প আতঙ্ক : বিদ্যালয় বন্ধের বিষয়ে স্পষ্ট করলেন উপদেষ্টা

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৫, ০৬:২৫ বিকাল
আপডেট : ২৩ নভেম্বর, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিহত শিশুর মায়ের আকুতি, 'হত্যাকারীরা বীরদমে ঘুরে বেড়াচ্ছে'

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গায় নিখোঁজের দুই ঘন্টার মাথায় গাছের সাথে ঝুলন্ত অবস্থায় জায়ান মোল্যা (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয় থানায় মামলা হয়েছে। 

এ ঘটনার বিচারের দাবিতে আসামীদের গ্রেপ্তারে রবিবার (২৩ নভেম্বর) সকাল ১০টার দিকে স্থানীয় জাভেদ পারভেজ মেমোরিয়াল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা, এলাকাবাসী ও পারিবারের সদস্যরা মানববন্ধন করেছে। 
 
মামলার বিষয়টি নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল আলম জানান, ওইদিন রাতেই শিশুটির মা কামরুন্নাহার সিনথিয়া বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। এ ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। 

এর আগে গত ২০ নভেম্বর দুপুর পৌনে ৩টার দিকে শিশুটির বাড়ি সংলগ্ন কিছুটা দূরে একটি বাগান থেকে তার মরদেহটি উদ্ধার করে পুলিশ। 

জায়ান উপজেলার বুড়াইচ ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের গ্রীস প্রবাসী পলাশ মোল্লার ছেলে। শিশুটি স্থানীয় একটি কিন্ডার গার্ডেনে শিশু শ্রেণিতে পড়ালেখা করতো।

থানায় মামলা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে শিশু জায়ান স্কুল থেকে বাড়িতে আসার পর নিখোঁজ হয়। জায়ানের মা ও পরিবারের স্বজনরা খোঁজাখুঁজি করার এক পর্যায়ে দুই ঘন্টার মাথায় পথচারীদের মাধ্যমে জানতে পারে তাদের বাড়ির অদূরে একটি বাগানের গাছের সাথে গলায় পরনের প্যান্ট দিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। সেখান থেকে ময়না তদন্ত শেষে শনিবার বিকেলে মরদেহটি জানাজা শেষে স্থানীয় কবরাস্থানে দাফন করা হয়। এ ঘটনায় বৃহস্পতিবার দিবাগত রাতেই শিশুটির মা কামরুন্নাহার সিনথিয়া বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। মামলা নম্বর-০৯। 

এ ঘটনার বিচারের দাবিতে আসামীদের গ্রেপ্তারে রবিবার সকাল ১০টার দিকে মানববন্ধন করেছে এলাকাবাসী। মানববন্ধনে স্থানীয় জাভেদ পারভেজ মেমোরিয়াল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা, এলাকাবাসী ও পারিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। 

মামলার তদন্তকারী কর্মকর্তা আলফাডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন বিশ্বাস বলেন, এ ঘটনায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে মামলা হয়েছে। মরদেহের ময়না তদন্ত হয়েছে, রিপোর্ট পাওয়ার পর সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে তদন্ত চলছে, আশা করছি দ্রুতই এ ঘটনার রহস্য উন্মোচন করতে পারবো। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়