শিরোনাম
◈ বিএনপি ক্ষমতায় এলে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা: ঘোষণা তারেক রহমানের ◈ সে‌মিফাইনা‌লে হে‌রে বিশ্বকাপে তৃতীয় হ‌লো বাংলাদেশ, সোমবার ফাইনালে ভারতের মু‌খোমু‌খি চাইনিজ তাইপে ◈ সে‌মিফাইনা‌লে ইরান‌কে হা‌রি‌য়ে নারী কাবা‌ডি বিশ্বকা‌পের ফাইনালে ভারত ◈ ফের রাজশাহীতে রেলপথ অবরোধ, ৬ ট্রেনের সিডিউল বিপর্যয় ◈ কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক, যে তথ্য জানালেন নাহিদ ইসলাম ◈ ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার ◈ গত ২৪ ঘণ্টায় ৯০ বারের বেশি ভূমিকম্প, সতর্ক থাকার পরামর্শ ◈ দণ্ডিত হাসিনা–কামালকে ফেরত চেয়ে ভারতকে আনুষ্ঠানিক চিঠি ঢাকার ◈ বঙ্গোপসাগরে লঘুচাপ: ভূমিকম্প আতঙ্কের মধ্যেই এবার ঘূর্ণিঝড়ের আভাস ◈ ভূমিকম্প আতঙ্ক : বিদ্যালয় বন্ধের বিষয়ে স্পষ্ট করলেন উপদেষ্টা

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৫, ০৬:৪৩ বিকাল
আপডেট : ২৩ নভেম্বর, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্যার সলিমুল্লাহ ও ঢাকা মেডিক্যাল কলেজে ছুটি ঘোষণা

সারা দেশে ভূমিকম্পের পর উদ্ভূত পরিস্থিতিতে পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ এবং ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

রবিবার (২৩ নভেম্বর) কলেজ কর্তৃপক্ষ অ্যাকাডেমিক কার্যক্রম কিছু দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

এর মধ্যে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ আগামী ৩০ নভেম্বর পর্যন্ত এবং ঢাকা মেডিক্যাল কলেজ ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. মাজহারুল ইসলাম শাহীন এবং ঢাকা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ মো. কামরুল ইসলাম এ সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন।

কলেজের পক্ষ থেকে ছাত্রদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে ডা. মাজহারুল শাহিন বলেন, দেশজুড়ে ভূমিকম্প নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করেই কলেজ বন্ধ রাখা হয়েছে। হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে, তবে অনেক শিক্ষার্থী এখনও হলে রয়েছেন।

অধ্যক্ষের ভাষ্য, পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় অ্যাকাডেমিক কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত জানানো হবে।

মো. কামরুল ইসলাম জানান, শিক্ষার্থীদের পরীক্ষা যেহেতু বন্ধ, তাই পাঁচ দিনের জন্য ছুটি দেওয়া হয়েছে। সবাই একটু প্যানিকড, বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটালে ভালো লাগবে।

শুক্রবার (২১ নভেম্বর) সারা দেশে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প অনূভূত হয়। এ ঘটনায় ঢাকাসহ বিভিন্ন জেলায় মারা গেছেন ১০ জন। আহত হয়েছেন কয়েকশত মানুষ। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদী। এরপর শনিবার সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে নরসিংদীর পলাশ উপজেলায় ৩ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়। শনিবার সন্ধ্যা ৬টা ৬ মিনিটে একটি ভূ-কম্পন হয়; যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ৭। এটির উৎপত্তি স্থল ছিল রাজধানীর বাড্ডা। পরে আবহাওয়া অধিদফতর জানায়, প্রায় একই সময়ে এক সেকেন্ডের ব্যবধানে আরও একটি কম্পন হয়েছে; যার মাত্রা ছিল ৪ দশমিক ৩। উৎপত্তিস্থল ছিল নরসিংদী।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়