শিরোনাম
◈ আরপিও ২০ ধারার সংশোধনী: রাজনৈতিক অধিকার বনাম আইনগত বাধ্যবাধকতা ◈ পাঁচ দুর্বল ইসলামী ব্যাংক একীভূত: নতুন ‘সম্মিলিত ব্যাংক’ গঠনের পথে সুযোগ ও ঝুঁকি ◈ নৌ, বস্ত্র ও পাট, পরিকল্পনা ও সমবায়ে নতুন সচিব ◈ যারা চাপে পড়বেন নতুন বেতন কাঠামো বাস্তবায়ন হলে ◈ প্রার্থীদের ঋণতথ্য যাচাইয়ে ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে বাংলাদেশ ব্যাংক ◈ জাকির নায়েকের বাংলাদেশে আসা নিয়ে যা বললেন ধর্ম উপদেষ্টা (ভিডিও) ◈ সাংবাদিককে কনুই মারলেন বিএনপি নেতা সালাম, ভিডিও ভাইরাল ◈ বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা ইস্যুতে যে পদক্ষেপ নিল ভারতীয় দূতাবাস ◈ গণভোটের বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে সোমবার! ◈ দুর্দান্ত ব‌্যা‌টিং‌য়ে অঙ্কনের শতক, ঘুরে দাঁড়ালো ঢাকা বিভাগ 

প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২৫, ১০:৩৭ দুপুর
আপডেট : ০৩ নভেম্বর, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

অপেক্ষা বাড়ছে নিউইয়র্কের, ২০২৮ সা‌লের চ্যাম্পিয়নস লিগ ফাইনাল মিউনিখে

স্পোর্টস ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়নস লিগের আরও একটি ফাইনাল হতে যাচ্ছে বায়ার্ন মিউনিখের ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায়। ২০২৮ সালের ফাইনাল আয়োজন করবে তারা। পরের বছরের ফাইনাল আয়োজন নিয়ে লন্ডনের বিখ্যাত ওয়েম্বলির সঙ্গে প্রতিযোগিতায় নেমেছে বার্সেলোনার হোম ভেন্যু ক্যাম্প ন্যু। 

শুক্রবার (৩১ অ‌ক্টোবর) খবরটি নিশ্চিত করেছে উয়েফা। এখন পর্যন্ত মাত্র দুটি ভেন্যুর নাম প্রস্তাব করা হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে আগামী বছরের সেপ্টেম্বরে। উয়েফা তার সদস্য অ্যাসোসিয়েশনগুলির কাছ থেকে পাওয়া আবেদনের তালিকা প্রকাশ করেছে। তাতে অন্তত এটি নিশ্চিত যে ২০৩০ সালের আগে নিউইয়র্কে চ্যাম্পিয়নস লিগের কোনো ফাইনাল হচ্ছে না। ----- টি স্পোর্টস

আগামী বছর চ্যাম্পিয়নস লিগ ফাইনাল হবে হাঙ্গেরির বুদাপেস্টে পুসকাস অ্যারেনায়। ২০২৭ সালের ফাইনালের ভেন্যু আতলেতিকো মাদ্রিদের মাঠ- মেট্রোপলিটানো স্টেডিয়ামে।

২০২৮ সালের চ্যাম্পিয়নস লিগ ফাইনালের জন্য একমাত্র দরপত্র আহবান করে মিউনিখ। সর্বশেষ ২০২৪-২৫ মৌসুমের ফাইনাল এখানে হয়েছিল। আর লন্ডনের ওয়েম্বলিতে ২০২৩-২৪ মৌসুমের ফাইনাল হয়। তবে ১৯৯৯ সালের পর চ্যাম্পিয়নস লিগের ফাইনাল আয়োজন করা হয়নি বার্সেলোনার। সেবার ইনজুরি টাইমের জোড়া গোলে বায়ার্নকে ২-১ ব্যবধানে হারিয়ে শিরোপা জেতে ম্যানচেস্টার ইউনাইটেড।

বর্তমানে সংস্কারাধীন বার্সেলোনার হোম ভেন্যু ক্যাম্প ন্যু। সংস্কারের পর স্টেডিয়ামে একসঙ্গে ১ লাখ ৫ হাজার দর্শক খেলা দেখতে পারবেন। ধারণক্ষমতার দিক থেকে ইউরোপের সবচেয়ে বড় স্টেডিয়াম হতে চলেছে এটি। 

তবে তার আগেই সমর্থকদের জন্য উন্মুক্ত অনুশীলনের আয়োজন করবে বার্সেলোনা। 

আগামী শুক্রবার এই মাঠে সমর্থকদের সামনে অনুশীলন করেন লামিনে ইয়ামাল, রবার্ট লেভানডফস্কিরা। নতুন রূপে সাজানো ক্যাম্প ন্যুতে মাঠে নামবে দল, আর গ্যালারিতে বসে তা দেখবেন সমর্থকেরা। তবে এখনই এই মাঠে কোনো ম্যাচ খেলবে না স্প্যানিশ জায়ান্টরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়