শিরোনাম
◈ সাংবাদিকের লাশ মিলল রূপসা সেতুর নিচে, স্ত্রী নিখোঁজ ◈ #TrumpIsDead গুজব উড়িয়ে ট্রাম্পের সোশ্যাল মিডিয়া প্রতিক্রিয়া: “জীবনের সেরা সময় কাটাচ্ছি” ◈ বাংলাদেশের ওপর দিয়ে যে মারাত্মক ঝড় বয়ে যাচ্ছে এতে অর্থনীতি-রাজনীতি-সমাজ সবকিছু বিপর্যস্ত: দেবপ্রিয় ভট্টাচার্য ◈ আগামীকাল মঙ্গলবার প্রধান উপদেষ্টার সঙ্গে আরও সাতটি দলের বৈঠক ◈ শি’র পছন্দের ‘হংকি’ গাড়িতে সফর করবেন মোদি, নতুন মাত্রায় দিল্লি-বেইজিং সম্পর্ক ◈ জাপা নিষিদ্ধের পক্ষে জামায়াত এনসিপি, রাজি নয় বিএনপি ◈ খালেদা জিয়াকে সাজা দেওয়া সেই বিচারপতির পদত্যাগ ◈ ঢাকা-ইসলামাবাদের সম্পর্ক পুনর্গঠনে সতর্ক দৃষ্টিতে ভারত ◈ দে‌শের ক্রিকেট সাম‌নে এ‌গি‌য়ে নি‌তে সবাইকে ক্ষুধার্ত হতে হবে পারফর্ম করার জন্য : পাইলট ◈ জয় পে‌লো না বা‌র্সেলোনা, ভ্যালেকানোর সঙ্গে ড্র ক‌রেই মাঠ ছাড়‌লো 

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২৫, ১০:১৬ দুপুর
আপডেট : ০১ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

অক্টোবরে ভারত-অস্ট্রেলিয়া সিরিজ়ের টিকিট শেষ

স্পোর্টস ডেস্ক : ভারত-অস্ট্রেলিয়া সাদা বলের সিরিজ় শুরুর ৫০ দিন আগে শেষ হয়ে গেল টিকিট। আটটি ম্যাচের ক্ষেত্রেই ভারতীয় সমর্থকদের জন্য সংরক্ষিত টিকিট নিঃশেষিত হয়ে গিয়েছে। সিডনি এবং ক্যানবেরায় সাধারণ ক্রিকেটপ্রেমীদের জন্য সংরক্ষিত সব টিকিটও বিক্রি হয়ে গিয়েছে।

আগামী ১৯ অক্টোবর প্রথম এক দিনের ম্যাচে মুখোমুখি হবে ভারত এবং অস্ট্রেলিয়া। এই ম্যাচ দিয়েই শুরু হবে সিরিজ। তিনটি এক দিনের ম্যাচের পর পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দু’দল। এই সিরিজ় ঘিরে এখন থেকেই চড়তে শুরু করেছে উন্মাদনার পারদ। -- আনন্দবাজার

ক্রিকেট অস্ট্রেলিয়ার এক্সিকিউটিভ জেনারেল ম্যানেজার (ইভেন্টস অ্যান্ড অপারেশনস) জোয়েল মরিসন বলেছেন, ‘‘আমরা মানুষের উৎসাহ দেখে উচ্ছ্বসিত। 

ভারতীয় ফ্যান জ়োনের সব টিকিট শেষ হয়ে গিয়েছে। আটটা ম্যাচের কোনও টিকিট অবশিষ্ট নেই। এখন থেকেই ভারত-অস্ট্রেলিয়া সিরিজ় নিয়ে উন্মাদনা তৈরি হচ্ছে। বিশ্বমানের এই সিরিজ়ে আমরা দুর্দান্ত আবহ আশা করছি। বিশ্বের অন্যতম সেরা দুটো ক্রিকেট দল মুখোমুখি হবে। অসাধারণ।

দু’দলের প্রথম এক দিনের ম্যাচ হবে পার্‌থে। ২৩ অক্টোবর দ্বিতীয় এক দিনের ম্যাচ অ্যাডিলেড ওভাল এবং ২৫ অক্টোবর তৃতীয় এক দিনের ম্যাচ হবে সিডনিতে। প্রথম টি-টোয়েন্টি ম্যাচ ২৯ অক্টোবর ক্যানবেরায়। ৩১ অক্টোবর দ্বিতীয় ২০ ওভারের ম্যাচ হবে মেলবোর্নে। বাকি তিনটি ম্যাচ হবে ২ নভেম্বর হোবার্টে, ৬ নভেম্বর গোল্ড কোস্টে এবং ৮ নভেম্বর ব্রিসবেনে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়