শিরোনাম
◈ ফিলিস্তিনকে অবিলম্বে স্বীকৃতি দিতে ব্রিটিশ সরকারকে ৬০ জন এমপির চিঠি ◈ সায়মা ওয়াজেদের ছুটি জবাবদিহির পথে গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ : প্রেসসচিব ◈ চাঁদপুরে খতিবকে হত্যাচেষ্টা অভিযুক্ত আসামীকে জেলহাজতে প্রেরণ ◈ বালিয়াডাঙ্গীতে মির্জা ফখরুলের ভাইয়ের গাড়িবহরে হামলা, আহত ৪ ◈ এবার রাজধানীর মিরপুরে ‘৫ কোটি টাকা’ না পেয়ে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-গুলি ◈ আটকের গুজব উড়িয়ে দিলেন সাবেক মন্ত্রী এমএ মান্নান, বললেন ‘ভালো আছি, বাসায় আছি’ ◈ মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ড: ‘আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না, আমি ফাঁইসা গেছি’, গ্রেপ্তার রবিনের দাবি ◈ মার্কিন যুক্তরাষ্ট্রের ৪০% মূল্য সংযোজন চাহিদা বাংলাদেশী ব্যবসায়ীদের জন্য চ্যালেঞ্জ : বিজিএমইএ সভাপতি ◈ সাকিবের জন্য জাতীয় দলের দরজা সবসময় খোলা, বললেন বিসিবির মিডিয়া বিভাগের প্রধান ◈ অন্যায়কারী যেই হোক, প্রশ্রয় নয়: মিটফোর্ড হত্যাকাণ্ডে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তারেক রহমানের

প্রকাশিত : ১২ জুলাই, ২০২৫, ১১:১৫ দুপুর
আপডেট : ১৩ জুলাই, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

পর পর দু’ওভারে দুই হ্যাটট্রিক ক‌রে ক্রিকেটে নতুন নজির ভারতীয় বংশোদ্ভুত স্পিনারের

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটের ইতিহাসে যা কখনও হয়নি, তাই করে দেখালেন কিশোর কুমার সাধক। ৩৭ বছরের স্পিনার একই ইনিংসে পর পর দু’ওভারে হ্যাটট্রিক করলেন। ভারতীয় বংশোদ্ভুত ক্রিকেটার এই কীর্তি গড়েছেন ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটের ষষ্ঠ ডিভিশনের ম্যাচে। -- আনন্দবাজার

ইপসউইচ অ্যান্ড কোলচেস্টার ক্রিকেট ক্লাবের হয়ে কেসগ্রেভের বিরুদ্ধে মাঠে নেমেছিলেন। এই ম্যাচে ৬ উইকেট নিয়েছেন কিশোর। দু’বার হ্যাটট্রিক করে ৬ উইকেট নিয়েছেন। নিজের পর পর দু’ওভারে হ্যাটট্রিক করে প্রতিপক্ষের ইনিংসে ধস নামিয়ে দেন। ম্যাচে ২১ রানে ৬ উইকেট তাঁর। কিশোরের বলে আউট হওয়া ছয় ব্যাটারের মধ্যে পাঁচ জনই বোল্ড হয়েছেন। এক জন ক্যাচ আউট হয়েছেন। পাঁচ জন আউট হয়েছেন শূন্য রানে।

নজির গড়ে উচ্ছ্বসিত কিশোর বলেছেন, ‘‘ষষ্ঠ ব্যাটারকে বোল্ড করার সময় যেন আকাশে উড়ছিলাম। এটা অবিশ্বাস্য। খেলা শেষ হওয়ার পর প্রচুর ফোন পেয়েছি। দলের সকলে খেতে গিয়েছিলাম। খুব মজা করেছি। প্রায় আড়াই ঘণ্টা রেস্তরাঁয় ছিলাম আমরা। দারুণ দারুণ সব মুহূর্ত কাটাচ্ছি।’’ তিনি আরও বলেছেন, ‘‘এই পারফরম্যান্সটা ভীষণ উপভোগ করছি। তবে বহু ক্রিকেটারের অসাধারণ পারফরম্যান্স রয়েছে। তাই নিজেকে বিশেষ কেউ বা আলাদা ভাবতে পারছি না।

এক ম্যাচে জোড়া হ্যাটট্রিক ক্রিকেটে বিরল। এর আগে এমন নজির রয়েছে দু’টি। ২০১৭ সালে শেফিল্ড শিল্ডে নিউ সাউথ ওয়েলসের হয়ে খেলতে নেমে জোড়া হ্যাটট্রিক করেছিলেন মিচেল স্টার্ক। প্রথম ঘটনাটি ১১৩ বছর আগের। অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার জিমি ম্যাথিউস দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জোড়া হ্যাটট্রিক করেছিলেন। এই দুই ক্ষেত্রেই ম্যাচের দু’টি ইনিংসে একটি করে হ্যাটট্রিক করেছিলেন স্টার্ক এবং ম্যাথিউস। ফলে কিশোর তাঁদের কীর্তি ছোঁয়ার পাশাপাশি একটি নতুন নজিরও গড়েছেন। ক্রিকেটের ইতিহাসে প্রথম বোলার হিসাবে এক ম্যাচের একই ইনিংসে জোড়া হ্যাটট্রিক করেছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়