শিরোনাম
◈ প্রেসক্রিপশনের ছবি তোলা নিয়ে কথা বলায় জামায়াত নেতার উপর ক্ষেপলেন চিকিৎসক (ভিডিও) ◈ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে নতুন বিধিমালা: নারী কোটা বাতিল ◈ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক: গণপরিষদ নির্বাচনের দাবি, জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধের পক্ষে এনসিপি ◈ নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, বিএনপিকে আশ্বাস প্রধান উপদেষ্টার ◈ ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন, স্পষ্ট বার্তা দিলেন প্রধান উপদেষ্টা ◈ দেশের পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে, অবাধ নির্বাচনের মাধ্যমেই সমাধান সম্ভব: তারেক রহমান ◈ মালয়েশিয়ায় জাল ই-ভিসা সিন্ডিকেটে জড়িত অভিযোগে বাংলাদেশি নারী আটক ◈ বিএনপি সরকারের প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান: মির্জা ফখরুল ◈ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পর রাজনীতি উত্তাপ: অনেক প্রশ্ন, উত্তর নেই ◈ আগস্টে রেমিটেন্স এলো ২২২ কোটি ৯০ লাখ ডলার

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২৫, ০৭:৫৩ বিকাল
আপডেট : ০১ সেপ্টেম্বর, ২০২৫, ১২:০১ রাত

প্রতিবেদক : মনজুর এ আজিজ

আগস্টে রেমিটেন্স এলো ২২২ কোটি ৯০ লাখ ডলার

নিজস্ব প্রতিবেদক : আগস্ট মাসে প্রবাসী আয় এসেছে ২২২ কোটি ৮৯ লাখ ৮০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ২৬ হাজার ৯৭০ কোটি টাকা (প্রতি ডলার ১২১ টাকা হিসাবে)। রোববার (৩১ আগস্ট) এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।
আগস্টের ৩০ দিনে প্রবাসী আয় আগের বছরের আগস্টের চেয়ে কিছুটা বেশি, তবে আগের মাস জুলাইয়ের চেয়ে কম। জুলাই মাসে প্রবাসী আয় এসেছিল ২৪৭ কোটি ৭৮ লাখ ৭০ হাজার ডলার। আর আগের বছরের পুরো আগস্টে এসেছিল ২২২ কোটি ৪১ লাখ ৫০ হাজার ডলার।

আগস্ট মাসে প্রবাসী আয়ের উচ্চ ধারা অব্যাহত থাকলেও আগের ৪ মাসে আসা প্রবাসী আয়ের চেয়ে কিছুটা কম। গত চার মাসের প্রতি মাসে ২৪৭ কোটি থেকে ২৬৩ কোটি ৮৬ লাখ পর্যন্ত প্রবাসী আয় এসেছে। সে হিসেবে আগস্টে কিছুটা কমেছে।  

বাংলাদেশ ব্যাংকের তথ্য পর্যালোচনা করে দেখা যায়, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৮ কোটি ১৯ লাখ ১০ হাজার ডলার। আর রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ২৭ কোটি ৯৮ লাখ ১০ হাজার ডলার। বেসরকারী বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৪৫ কোটি ৭১ লাখ ২০ হাজার ডলার। আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১ কোটি ১ লাখ ৫০ হাজার ডলার। ১০ ব্যাংকের মাধ্যমে কোনো প্রবাসী আয় আসেনি।

আগস্টে কোনো প্রবাসী আয় আসেনি বিদেশি স্টেট ব্যাংক অব ইন্ডিয়া, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান ও হাবিব ব্যাংক। বেসরকারি সীমান্ত ব্যাংক, পদ্মা ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, সিটিজেন ব্যাংক ও কম্যুনিটি ব্যাংক অব বাংলাদেশ। এছাড়া রাষ্ট্রায়ত্ব বাংলাদেশ ডেভলাপমেন্ট ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক-রাকাব এর মাধ্যমে কোনো প্রবাসী আয় আসেনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়