শিরোনাম
◈ প্রেসক্রিপশনের ছবি তোলা নিয়ে কথা বলায় জামায়াত নেতার উপর ক্ষেপলেন চিকিৎসক (ভিডিও) ◈ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে নতুন বিধিমালা: নারী কোটা বাতিল ◈ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক: গণপরিষদ নির্বাচনের দাবি, জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধের পক্ষে এনসিপি ◈ নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, বিএনপিকে আশ্বাস প্রধান উপদেষ্টার ◈ ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন, স্পষ্ট বার্তা দিলেন প্রধান উপদেষ্টা ◈ দেশের পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে, অবাধ নির্বাচনের মাধ্যমেই সমাধান সম্ভব: তারেক রহমান ◈ মালয়েশিয়ায় জাল ই-ভিসা সিন্ডিকেটে জড়িত অভিযোগে বাংলাদেশি নারী আটক ◈ বিএনপি সরকারের প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান: মির্জা ফখরুল ◈ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পর রাজনীতি উত্তাপ: অনেক প্রশ্ন, উত্তর নেই ◈ আগস্টে রেমিটেন্স এলো ২২২ কোটি ৯০ লাখ ডলার

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২৫, ০৬:৫২ বিকাল
আপডেট : ৩১ আগস্ট, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লা  ফুটপাত দখল উচ্ছেদ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

শাহাজাদা এমরান, কুমিল্লা: কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট, সিএনজি ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। রবিবার (৩১ আগস্ট) দুপুরে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে দুটি প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শুরু হয় মেডিকেল কলেজের মূল ফটক থেকে হাসপাতালের প্রবেশপথ পর্যন্ত সড়কের দুইপাশে। এসময় ফুটপাত দখল করে রাখা দোকানের মালামাল সরিয়ে দেওয়া হয় এবং দোকানপাটগুলোর ছাউনি ভেঙে ফেলা হয়। একইসঙ্গে দীর্ঘদিন ধরে সেখানে গড়ে ওঠা অবৈধ সিএনজি ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ডও উচ্ছেদ করা হয়। এমনকি এসময় ফুটপাত দখল করে দাঁড়িয়ে থাকা একটি অ্যাম্বুলেন্সও ভেঙে দেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা। উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান এবং কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মাসুদ পারভেজ। এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়, যাতে সামনে আর কোনো পার্কিং বা দোকান বসতে না পারে। এজন্য হাসপাতালের গেইট সংলগ্ন ফুটপাতে ব্যারিকেড দেওয়ার ব্যবস্থা করতে বলা হয়।

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা সাংবাদিকদের বলেন, দীর্ঘদিন ধরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের গেইট ও আশেপাশের এলাকায় অবৈধ দোকানপাট বসানো হচ্ছিল। পাশাপাশি গড়ে উঠেছিল সিএনজি ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড। এর ফলে রোগী ও স্বজনদের যাতায়াত ব্যাহত হচ্ছিল এবং প্রায়ই যানজট তৈরি হতো। হাসপাতাল কর্তৃপক্ষের অনুরোধে আমরা এই অভিযান পরিচালনা করেছি। রোগীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে অবৈধ দোকানপাট ও স্ট্যান্ড উচ্ছেদ করা হয়েছে। যারা ফুটপাত দখল করে রেখেছিল তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ধরনের অভিযান চলমান থাকবে।

এ অভিযানের ফলে হাসপাতাল এলাকায় দীর্ঘদিনের দখলদারিত্বের অবসান ঘটায় রোগী ও স্বজনরা স্বস্তি প্রকাশ করেছেন। অনেকেই মনে করছেন, নিয়মিত তদারকি হলে এই এলাকায় আর অবৈধ দোকানপাট বা স্ট্যান্ড গড়ে উঠতে পারবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়