শিরোনাম
◈ প্রেসক্রিপশনের ছবি তোলা নিয়ে কথা বলায় জামায়াত নেতার উপর ক্ষেপলেন চিকিৎসক (ভিডিও) ◈ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে নতুন বিধিমালা: নারী কোটা বাতিল ◈ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক: গণপরিষদ নির্বাচনের দাবি, জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধের পক্ষে এনসিপি ◈ নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, বিএনপিকে আশ্বাস প্রধান উপদেষ্টার ◈ ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন, স্পষ্ট বার্তা দিলেন প্রধান উপদেষ্টা ◈ দেশের পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে, অবাধ নির্বাচনের মাধ্যমেই সমাধান সম্ভব: তারেক রহমান ◈ মালয়েশিয়ায় জাল ই-ভিসা সিন্ডিকেটে জড়িত অভিযোগে বাংলাদেশি নারী আটক ◈ বিএনপি সরকারের প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান: মির্জা ফখরুল ◈ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পর রাজনীতি উত্তাপ: অনেক প্রশ্ন, উত্তর নেই ◈ আগস্টে রেমিটেন্স এলো ২২২ কোটি ৯০ লাখ ডলার

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২৫, ০৭:৪৯ বিকাল
আপডেট : ৩১ আগস্ট, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পৌরবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফুটপাত দখলমুক্ত

হোসাইন মোহাম্মদ দিদার, (দাউদকান্দি) কুমিল্লা: পৌরবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩টি মামলায় মোট ২২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। রবিবার (৩১ আগস্ট ২০২৫) দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছরীন আক্তার।

অভিযানে সহকারী কমিশনার (ভূমি) ও পৌরপ্রশাসক রেদওয়ান ইসলামসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রশাসন সূত্রে জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মামলাগুলো করা হয়। এসময় পৌরবাজারের বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁয় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশন করায় জরিমানা করা হয়। পাশাপাশি রাস্তার দুপাশে ফুটপাত দখল করে রাখা অবৈধ দোকান উচ্ছেদ করে পথচারী ও যানচলাচলের জন্য  স্বাভাবিক করা হয়।

অভিযান শেষে ইউএনও নাছরীন আক্তার বলেন, “জনস্বার্থে এই ধরনের অভিযান নিয়মিত চলবে। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি ও ফুটপাত দখল করে জনদুর্ভোগ সৃষ্টি করলে কাউকে ছাড় দেওয়া হবে না।”

অভিযানের সময় বাজারে উপস্থিত ক্রেতা-বিক্রেতারাও প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানান। তারা বলেন, নিয়মিত অভিযান হলে বাজারে শৃঙ্খলা ফিরে আসবে এবং ক্রেতারা প্রতারিত হওয়ার আশঙ্কা কমবে।

প্রশাসন জানিয়েছে, বাজারে শৃঙ্খলা ও ভোক্তার অধিকার নিশ্চিতে দাউদকান্দিতে ধারাবাহিকভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়