শিরোনাম
◈ তিয়ানজিনে শি-মোদি বৈঠক: প্রতিদ্বন্দ্বী নয়, সহযোগী অংশীদার চীন-ভারত ◈ নুরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন রাষ্ট্রপতি ◈ উপহার পাঠিয়ে খোঁজ নিলেন রুমিন ফারহানা, যা বললেন হাসনাত ◈ গাজার আকাশে ড্রোনের ভোঁ ভোঁ শব্দকে গান বানালেন সংগীতশিক্ষক, দুঃসহ যন্ত্রণাকে রূপ দিলেন প্রতিবাদের ভাষায় (ভিডিও) ◈ শান্তিপূর্ণ কর্মসূচি থেকে হঠাৎ আক্রমণাত্মক ছাত্রদল, রাকসু কার্যালয়ে ভাঙচুর, ফটকে তালা ◈ যে যে আয়ের কর দিতে হবে সরকারি–বেসরকারি চাকরিজীবীদের, দেখুন তালিকা ◈ ডিএনএ পরীক্ষার মাধ্যমে জানতে পেরেছেন, ২২ বছর লালন পালন করা দুই ছেলের কেউই তাঁর সন্তান নয়! ◈ মোবাইল ইন্টারনেটের গতি নিয়ে যে সুখবর দিল বিটিআরসি! কার্যকর হবে সেপ্টেম্বর থেকে ◈ ত্রিদেশীয় সি‌রি‌জে আরব আ‌মিরাত‌কে হারা‌লো পাকিস্তান ◈ নুরের সবশেষ শারীরিক অবস্থা জানালেন ঢামেক পরিচালক

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২৫, ১০:১৬ দুপুর
আপডেট : ৩১ আগস্ট, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

অক্টোবরে ভারত-অস্ট্রেলিয়া সিরিজ়ের টিকিট শেষ

স্পোর্টস ডেস্ক : ভারত-অস্ট্রেলিয়া সাদা বলের সিরিজ় শুরুর ৫০ দিন আগে শেষ হয়ে গেল টিকিট। আটটি ম্যাচের ক্ষেত্রেই ভারতীয় সমর্থকদের জন্য সংরক্ষিত টিকিট নিঃশেষিত হয়ে গিয়েছে। সিডনি এবং ক্যানবেরায় সাধারণ ক্রিকেটপ্রেমীদের জন্য সংরক্ষিত সব টিকিটও বিক্রি হয়ে গিয়েছে।

আগামী ১৯ অক্টোবর প্রথম এক দিনের ম্যাচে মুখোমুখি হবে ভারত এবং অস্ট্রেলিয়া। এই ম্যাচ দিয়েই শুরু হবে সিরিজ। তিনটি এক দিনের ম্যাচের পর পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দু’দল। এই সিরিজ় ঘিরে এখন থেকেই চড়তে শুরু করেছে উন্মাদনার পারদ। -- আনন্দবাজার

ক্রিকেট অস্ট্রেলিয়ার এক্সিকিউটিভ জেনারেল ম্যানেজার (ইভেন্টস অ্যান্ড অপারেশনস) জোয়েল মরিসন বলেছেন, ‘‘আমরা মানুষের উৎসাহ দেখে উচ্ছ্বসিত। 

ভারতীয় ফ্যান জ়োনের সব টিকিট শেষ হয়ে গিয়েছে। আটটা ম্যাচের কোনও টিকিট অবশিষ্ট নেই। এখন থেকেই ভারত-অস্ট্রেলিয়া সিরিজ় নিয়ে উন্মাদনা তৈরি হচ্ছে। বিশ্বমানের এই সিরিজ়ে আমরা দুর্দান্ত আবহ আশা করছি। বিশ্বের অন্যতম সেরা দুটো ক্রিকেট দল মুখোমুখি হবে। অসাধারণ।

দু’দলের প্রথম এক দিনের ম্যাচ হবে পার্‌থে। ২৩ অক্টোবর দ্বিতীয় এক দিনের ম্যাচ অ্যাডিলেড ওভাল এবং ২৫ অক্টোবর তৃতীয় এক দিনের ম্যাচ হবে সিডনিতে। প্রথম টি-টোয়েন্টি ম্যাচ ২৯ অক্টোবর ক্যানবেরায়। ৩১ অক্টোবর দ্বিতীয় ২০ ওভারের ম্যাচ হবে মেলবোর্নে। বাকি তিনটি ম্যাচ হবে ২ নভেম্বর হোবার্টে, ৬ নভেম্বর গোল্ড কোস্টে এবং ৮ নভেম্বর ব্রিসবেনে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়