শিরোনাম
◈ চালক-যাত্রীদের অনুরোধেও সড়ক ছাড়েননি ছাত্র-জনতা ◈ আজ সন্ধ্যায় দেশে পৌঁছাবে ওসমান হাদির মরদেহ, শনিবার জানাজা ◈ তারেক রহমানের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে যে দুই ইস্যু ◈ যেভাবে বিপ্লবী হয়ে উঠেছিলেন শরিফ ওসমান হাদি ◈ ধানমন্ডি ৩২ নম্বরে বিক্ষুব্ধ জনতার আগুন-ভাঙচুর (ভিডিও) ◈ শাহবাগে ছাত্র-জনতার বিক্ষোভে যোগ দিলেন নাহিদ-আসিফ (ভিডিও) ◈ হাদির মৃত্যু: চট্টগ্রামে নওফেলের বাড়িতে আগুন-ভাঙচুর ◈ কারওয়ান বাজারে প্রথম আলো ও ডেইলি স্টার অফিসে হামলা-ভাঙচুর (ভিডিও) ◈ দেশে ফিরলে তারেক রহমানকে এসএসএফের নিরাপত্তা দেবে সরকার ◈ ‘ভাইয়া আমার বাচ্চাটারে একটু দেইখেন’—বলে কেঁদেছিলেন হাদি (ভিডিও)

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০২৫, ০১:৪৪ রাত
আপডেট : ১৯ ডিসেম্বর, ২০২৫, ০১:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত, মরদেহে আগুন

ময়মনসিংহের ভালুকা উপজেলায় ইসলাম ধর্ম ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগকে কেন্দ্র করে উত্তেজিত জনতার গণপিটুনিতে দিপু চন্দ্র দাশ (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহতের মরদেহে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী এলাকার ডুবালিয়াপাড়া সংলগ্ন পাইওনিয়ার নিট কম্পোজিট কারখানায়। নিহত দিপু চন্দ্র দাশ ওই কারখানার শ্রমিক ছিলেন। তিনি ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বাসিন্দা এবং তার পিতার নাম রবি চন্দ্র দাশ।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিশ্ব আরবি ভাষা দিবস উপলক্ষে কারখানার ভেতরে একপর্যায়ে দিপুর বিরুদ্ধে ইসলাম ধর্ম ও মহানবী (সা.) সম্পর্কে কটূক্তিমূলক মন্তব্য করার অভিযোগ ওঠে। বিষয়টি দ্রুত কারখানা ও আশপাশের এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে ক্ষুব্ধ জনতা তাকে মারধর করে গুরুতর আহত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

মৃত্যুর পর পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। উত্তেজিত জনতা মরদেহটি স্কয়ার মাস্টারবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় নিয়ে গিয়ে একটি গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে রাখে। এ সময় বিভিন্ন স্লোগান দিতে দিতে মরদেহে আঘাত করা হয় এবং পরে আগুন ধরিয়ে দেওয়া হয়। এরপর বিক্ষুব্ধ জনতা নিহতের মরদেহ ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে নিয়ে গিয়ে সেখানে আবারও আগুন ধরিয়ে দেয়। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সার্বিক পরিস্থিতি নজরদারিতে রাখা হয়েছে।

এ বিষয়ে ভালুকা উপজেলা নির্বাহী অফিসার মো. ফিরোজ হোসেন বলেন, উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের মাষ্টারবাড়ী এলাকায় মহানবী হযরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগকে কেন্দ্র করে উদ্ভূত ঘটনায় একজন ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তির মরদেহ বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়