শিরোনাম
◈ দেশে ফেরার প্রক্রিয়া শুরু: ট্রাভেল পাসের আবেদন তারেক রহমানের ◈ হাসিনার অনুসারীদের জামিন বিতর্কে আইন উপদেষ্টার উদ্বেগ প্রকাশ ◈ প্রার্থীদের অস্ত্রের ঝুঁকি, নিরপেক্ষ প্রশাসন নিয়ে চ্যালেঞ্জ ইসির ◈ কূটনীতির রীতিনীতি কি উপেক্ষা করছেন প্রণয় ভার্মা ◈ ওসমান হাদির অস্ত্রোপচার হবে সিঙ্গাপুরে, অনুমতি দিয়েছে পরিবার ◈ দূতাবাসগুলোর নিরাপত্তা নিয়ে কূটনীতিকদের আশ্বস্ত করলো সরকার ◈ দুর্বল প্রতিপ‌ক্ষের বিরু‌দ্ধে  লড়াই ক‌রে জিত‌লো ‌রিয়াল মা‌দ্রিদ ◈ মেয়েকে নিয়ে ২৫ তারিখ সকাল ১১টায় ঢাকায় নামবেন তারেক রহমান ◈ নির্বাচন নিয়ে ভারতের 'নসিহতে' বাংলাদেশের তীব্র প্রতিক্রিয়া কেন? ◈ শেষ স্ট্যাটাসে ওসমান হাদিকে নিয়ে যা লিখেছিলেন এনসিপির নেত্রী রুমী

প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০২৫, ০৮:০৩ রাত
আপডেট : ১৮ ডিসেম্বর, ২০২৫, ০৮:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চরভদ্রাসনে সরিষার আবাদ বেড়েছে, চলতি মৌসুমে ১৩১০ হেক্টর জমিতে চাষ

সাজ্জাদ হোসেন সাজু, চরভদ্রাসন এবং সদরপুর প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় চলতি রবি মৌসুমে সরিষার আবাদ বৃদ্ধি পেয়েছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর উপজেলায় মোট ১ হাজার ৩১০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। গত বছর একই মৌসুমে এ উপজেলায় সরিষার আবাদ ছিল ১ হাজার ২৮০ হেক্টর। ফলে গত বছরের তুলনায় চলতি বছরে সরিষার আবাদ বেড়েছে ৩০ হেক্টর।

স্থানীয় কৃষকদের আগ্রহ বৃদ্ধি, উন্নত জাতের বীজ ব্যবহার এবং অনুকূল আবহাওয়ার কারণে সরিষা চাষে এই অগ্রগতি এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সরিষা চাষ লাভজনক হওয়ায় দিন দিন কৃষকরা এ ফসলে ঝুঁকছেন।

এ বিষয়ে চরভদ্রাসন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম  বলেন, “চলতি মৌসুমে সরিষার আবাদ গত বছরের তুলনায় বেড়েছে। কৃষকদের মাঝে উন্নত জাতের বীজ সরবরাহ, সঠিক চাষাবাদ পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষণ এবং মাঠ পর্যায়ে নিয়মিত পরামর্শ দেওয়ার ফলে এ বৃদ্ধি সম্ভব হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ভালো ফলনের আশা করা যাচ্ছে। সে আরো বলে
সরিষা আবাদ আরও সম্প্রসারণের লক্ষ্যে কৃষকদের প্রণোদনা ও কারিগরি সহায়তা অব্যাহত রাখা হয়েছে। ফলন ভালো হলে কৃষকদের আর্থিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি দেশের ভোজ্যতেলের চাহিদা পূরণেও তা ভূমিকা রাখবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়