শিরোনাম
◈ দেশে ফেরার প্রক্রিয়া শুরু: ট্রাভেল পাসের আবেদন তারেক রহমানের ◈ হাসিনার অনুসারীদের জামিন বিতর্কে আইন উপদেষ্টার উদ্বেগ প্রকাশ ◈ প্রার্থীদের অস্ত্রের ঝুঁকি, নিরপেক্ষ প্রশাসন নিয়ে চ্যালেঞ্জ ইসির ◈ কূটনীতির রীতিনীতি কি উপেক্ষা করছেন প্রণয় ভার্মা ◈ ওসমান হাদির অস্ত্রোপচার হবে সিঙ্গাপুরে, অনুমতি দিয়েছে পরিবার ◈ দূতাবাসগুলোর নিরাপত্তা নিয়ে কূটনীতিকদের আশ্বস্ত করলো সরকার ◈ দুর্বল প্রতিপ‌ক্ষের বিরু‌দ্ধে  লড়াই ক‌রে জিত‌লো ‌রিয়াল মা‌দ্রিদ ◈ মেয়েকে নিয়ে ২৫ তারিখ সকাল ১১টায় ঢাকায় নামবেন তারেক রহমান ◈ নির্বাচন নিয়ে ভারতের 'নসিহতে' বাংলাদেশের তীব্র প্রতিক্রিয়া কেন? ◈ শেষ স্ট্যাটাসে ওসমান হাদিকে নিয়ে যা লিখেছিলেন এনসিপির নেত্রী রুমী

প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০২৫, ০৭:৫৯ বিকাল
আপডেট : ১৮ ডিসেম্বর, ২০২৫, ০৭:৫৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চরভদ্রাসনে পদ্মা নদী থেকে ধরা পড়ল সাড়ে পাঁচ কেজি ওজনের আইড় মাছ, বিক্রি সাড়ে আট হাজার টাকায়

সাজ্জাদ হোসেন সাজু, চরভদ্রাসন এবং সদরপুর প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পদ্মা নদী থেকে ধরা পড়েছে সাড়ে পাঁচ কেজি ওজনের একটি বড় আইড় মাছ। স্থানীয় বাজারে মাছটি সাড়ে আট হাজার টাকায় বিক্রি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে পদ্মা নদীতে জাল ফেলেন স্থানীয় জেলেরা। এ সময় জালে ধরা পড়ে বড় আকৃতির আইড় মাছটি। পরে মাছটি চরভদ্রাসন বাজারে নিয়ে আসলে উৎসুক মানুষের ভিড় জমে যায়।

বাজারে উপস্থিত একাধিক ব্যবসায়ী মাছটি কেনার আগ্রহ দেখান। পরে দরদামের মাধ্যমে মাছটি সাড়ে আট হাজার টাকায় বিক্রি হয়। স্থানীয়দের মতে, এ ধরনের বড় আইড় মাছ বর্তমানে খুবই বিরল হয়ে উঠেছে। তাই মাছটি দেখতে ও কিনতে মানুষের আগ্রহ ছিল চোখে পড়ার মতো।

জেলেরা জানান, পদ্মা নদীতে আগের মতো মাছ পাওয়া যায় না। তবে মাঝে মাঝে এ ধরনের বড় মাছ ধরা পড়লে কিছুটা হলেও লাভের মুখ দেখেন তারা। সংশ্লিষ্টরা মনে করছেন, নদী ও মাছের প্রাকৃতিক পরিবেশ রক্ষা করা গেলে ভবিষ্যতেও এমন বড় মাছ পাওয়া সম্ভব হবে।

উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব বলেন, পদ্মা নদীতে প্রাকৃতিকভাবে জন্ম নেওয়া আইড় মাছ একটি মূল্যবান ও সুস্বাদু প্রজাতি। নদীর স্বাভাবিক পরিবেশ ও পানির গুণগত মান ভালো থাকায় এ ধরনের বড় আকারের আইড় মাছ এখনও ধরা পড়ছে, যা অত্যন্ত ইতিবাচক লক্ষণ। তিনি আরও বলেন, জেলেরা যেন নিষিদ্ধ জাল ব্যবহার না করে এবং প্রজনন মৌসুমে মাছ আহরণ থেকে বিরত থাকে, সে বিষয়ে মৎস্য বিভাগ নিয়মিত নজরদারি ও সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। নদীর জীববৈচিত্র্য রক্ষা পেলে ভবিষ্যতেও এ ধরনের বড় মাছ পাওয়া সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়