শিরোনাম
◈ প্রেসক্রিপশনের ছবি তোলা নিয়ে কথা বলায় জামায়াত নেতার উপর ক্ষেপলেন চিকিৎসক (ভিডিও) ◈ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে নতুন বিধিমালা: নারী কোটা বাতিল ◈ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক: গণপরিষদ নির্বাচনের দাবি, জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধের পক্ষে এনসিপি ◈ নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, বিএনপিকে আশ্বাস প্রধান উপদেষ্টার ◈ ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন, স্পষ্ট বার্তা দিলেন প্রধান উপদেষ্টা ◈ দেশের পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে, অবাধ নির্বাচনের মাধ্যমেই সমাধান সম্ভব: তারেক রহমান ◈ মালয়েশিয়ায় জাল ই-ভিসা সিন্ডিকেটে জড়িত অভিযোগে বাংলাদেশি নারী আটক ◈ বিএনপি সরকারের প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান: মির্জা ফখরুল ◈ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পর রাজনীতি উত্তাপ: অনেক প্রশ্ন, উত্তর নেই ◈ আগস্টে রেমিটেন্স এলো ২২২ কোটি ৯০ লাখ ডলার

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২৫, ০৭:৫১ বিকাল
আপডেট : ০১ সেপ্টেম্বর, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় পারিবারিক দ্বন্দ্বে মা–বোনকে কুপিয়ে হত্যা, ঘাতক ছেলে শাহিন আটক

শাহাজাদা এমরান, কুমিল্লা: কুমিল্লা নগরীর ২১ নম্বর ওয়ার্ডের রামনগর এলাকায় পারিবারিক দ্বন্দ্বের জেরে এক যুবকের হাতে মা ও বোন খুন হয়েছেন। রোববার (৩১ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—লুৎফা বেগম (৭০) ও তাঁর মেয়ে আয়েশা আক্তার শিল্পী (৩২)। ঘটনায় জড়িত লুৎফা বেগমের ছেলে শাহিন হোসেন (৩৮) কে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পারিবারিক কলহের জেরে দুপুরে শাহিন ঘরে রাখা ধারালো দা দিয়ে প্রথমে মাকে কোপান। এ সময় বোন শিল্পী মাকে বাঁচাতে এগিয়ে গেলে তাকেও কুপিয়ে হত্যা করেন তিনি। ঘটনাস্থলেই মা ও বোনের মৃত্যু হয়।

নিহত লুৎফা বেগমের বড় মেয়ে হাসিনা আক্তার শিউলি অভিযোগ করে বলেন, “আমার মা পাঁচ বছর ধরে স্ট্রোকে আক্রান্ত হয়ে শয্যাশায়ী ছিলেন। এ নিয়ে শাহিনের স্ত্রী লাকি বেগম মাকে ঠিকমতো খাবার দিত না, সবসময় অত্যাচার করত, এমনকি মেরে ফেলার হুমকি দিত। আজ তারা মিলে মাকে মেরে ফেলেছে। আমি তাদের ফাঁসি চাই।”

নিহতের ছোট বোন শাহানা বেগমও অভিযোগ করে বলেন, “আমার বোনকেও শাহিন ও তার স্ত্রী লাকি মিলে হত্যা করেছে। আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

কুমিল্লা সদর দক্ষিণ থানার ওসি সেলিম মিয়া বলেন, “ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে শাহিনকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়