শাহাজাদা এমরান, কুমিল্লা: কুমিল্লা নগরীর ২১ নম্বর ওয়ার্ডের রামনগর এলাকায় পারিবারিক দ্বন্দ্বের জেরে এক যুবকের হাতে মা ও বোন খুন হয়েছেন। রোববার (৩১ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—লুৎফা বেগম (৭০) ও তাঁর মেয়ে আয়েশা আক্তার শিল্পী (৩২)। ঘটনায় জড়িত লুৎফা বেগমের ছেলে শাহিন হোসেন (৩৮) কে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পারিবারিক কলহের জেরে দুপুরে শাহিন ঘরে রাখা ধারালো দা দিয়ে প্রথমে মাকে কোপান। এ সময় বোন শিল্পী মাকে বাঁচাতে এগিয়ে গেলে তাকেও কুপিয়ে হত্যা করেন তিনি। ঘটনাস্থলেই মা ও বোনের মৃত্যু হয়।
নিহত লুৎফা বেগমের বড় মেয়ে হাসিনা আক্তার শিউলি অভিযোগ করে বলেন, “আমার মা পাঁচ বছর ধরে স্ট্রোকে আক্রান্ত হয়ে শয্যাশায়ী ছিলেন। এ নিয়ে শাহিনের স্ত্রী লাকি বেগম মাকে ঠিকমতো খাবার দিত না, সবসময় অত্যাচার করত, এমনকি মেরে ফেলার হুমকি দিত। আজ তারা মিলে মাকে মেরে ফেলেছে। আমি তাদের ফাঁসি চাই।”
নিহতের ছোট বোন শাহানা বেগমও অভিযোগ করে বলেন, “আমার বোনকেও শাহিন ও তার স্ত্রী লাকি মিলে হত্যা করেছে। আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
কুমিল্লা সদর দক্ষিণ থানার ওসি সেলিম মিয়া বলেন, “ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে শাহিনকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”