শিরোনাম
◈ দেশের পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে, অবাধ নির্বাচনের মাধ্যমেই সমাধান সম্ভব: তারেক রহমান ◈ মালয়েশিয়ায় জাল ই-ভিসা সিন্ডিকেটে জড়িত অভিযোগে বাংলাদেশি নারী আটক ◈ বিএনপি সরকারের প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান: মির্জা ফখরুল ◈ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পর রাজনীতি উত্তাপ: অনেক প্রশ্ন, উত্তর নেই ◈ আগস্টে রেমিটেন্স এলো ২২২ কোটি ৯০ লাখ ডলার ◈ কুমিল্লায় পারিবারিক দ্বন্দ্বে মা–বোনকে কুপিয়ে হত্যা, ঘাতক ছেলে শাহিন আটক ◈ কাউকে দ্রুত স্টার বানাবেন না, তা‌তে খেলা নষ্ট হয়: ‌কোচ সালাহউদ্দিন ◈ ৯০ দিন পর খুলছে সুন্দরবন, তিন মাসের নিষেধাজ্ঞা শেষে জেগে উঠছে পর্যটন ও মৎস্যজীবী জীবন ◈ জুলাই সনদ বাস্তবায়নে বাধা দিচ্ছে দু-একটি দল : জামায়াতে ইসলামী ◈ ধানমন্ডিতে আওয়ামী লীগের মিছিল, ককটেল বি.স্ফোরণ (ভিডিও)

প্রকাশিত : ০৭ জুলাই, ২০২৫, ০৬:৪৫ বিকাল
আপডেট : ২৮ আগস্ট, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

মিশন অস্ট্রেলিয়া’ স্লোগানে নারী ফুটবল দলের সঙ্গে আছেন বাফু‌ফে সভাপ‌তি তাবিথ আউয়াল

স্পোর্টস ডেস্ক : মিয়ানমারে নারী এ‌শিয়ান কাপ ফুটব‌লের বাছাইপর্বে সব ম্যাচে জয় তুলে নিয়ে ইতিহাস গড়া বাংলাদেশ দল দেশে ফেরে রোববার দিবাগত মধ্যরাতে। বিমানবন্দর থেকে সরাসরি তাদের সংবর্ধনার জন্য নেওয়া হয় হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে।

সেখানে সংবর্ধনা মঞ্চে তাবিথ আউয়াল বলেন, 'আপনারা দুইটি কাজ করেছেন—আপনারা ইতিহাস নতুন করে লিখছেন, এবং সমাজের চিন্তা-চেতনার পরিবর্তনের যাত্রাকে এগিয়ে নিচ্ছেন। এজন্যই আমরা আপনাদের ধন্যবাদ জানাই।

নারী দলের এই অর্জনকে বাংলাদেশের একটি নতুন পরিচয় হিসেবেও তুলে ধরেন তাবিথ, 'নারী ফুটবল দলের কারণে আজ সারা বিশ্ব বাংলাদেশকে নতুন আলোয় দেখছে। আমরা আর কেবল বন্যা ও দুর্যোগের দেশ নই—আমরা এখন ফুটবলের দেশ। আমরা নারী সমতা ও নারীর ক্ষমতায়নের দেশ। আমরা আর পিছনে ফিরে যাব না, নারীদেরও পেছনে পড়ে থাকতে দেব না।

এগিয়ে চলার পথে ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমাদের প্রতি অটুট সমর্থনের বার্তা দেন বাফুফে সভাপতি, '১৮ কোটি মানুষ আপনাদের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে। আমরা আপনাদের ওপর আস্থা রাখছি। আমরা অঙ্গীকার করছি আপনাদের সঙ্গে থাকার। আপনারা এগিয়ে যান, পিছনে ফিরে তাকানোর প্রয়োজন নেই।

অবশেষে তাবিথ আউয়াল জানিয়ে দেন বাংলাদেশের লক্ষ্য এখন স্পষ্ট, 'আপনাদের জন্য আমাদের থাকবে সব রকম প্রার্থনা, অভিজ্ঞতা আর সহায়তা। এই যাত্রা থেমে যাওয়ার নয়। এখন আমাদের একটি অঙ্গীকার, একটি স্লোগান, একটি ট্যাগলাইন—মিশন অস্ট্রেলিয়া। তথ‌্যসূত্র, ডেই‌লি স্টার

  • সর্বশেষ
  • জনপ্রিয়