শিরোনাম
◈ দেশের পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে, অবাধ নির্বাচনের মাধ্যমেই সমাধান সম্ভব: তারেক রহমান ◈ মালয়েশিয়ায় জাল ই-ভিসা সিন্ডিকেটে জড়িত অভিযোগে বাংলাদেশি নারী আটক ◈ বিএনপি সরকারের প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান: মির্জা ফখরুল ◈ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পর রাজনীতি উত্তাপ: অনেক প্রশ্ন, উত্তর নেই ◈ আগস্টে রেমিটেন্স এলো ২২২ কোটি ৯০ লাখ ডলার ◈ কুমিল্লায় পারিবারিক দ্বন্দ্বে মা–বোনকে কুপিয়ে হত্যা, ঘাতক ছেলে শাহিন আটক ◈ কাউকে দ্রুত স্টার বানাবেন না, তা‌তে খেলা নষ্ট হয়: ‌কোচ সালাহউদ্দিন ◈ ৯০ দিন পর খুলছে সুন্দরবন, তিন মাসের নিষেধাজ্ঞা শেষে জেগে উঠছে পর্যটন ও মৎস্যজীবী জীবন ◈ জুলাই সনদ বাস্তবায়নে বাধা দিচ্ছে দু-একটি দল : জামায়াতে ইসলামী ◈ ধানমন্ডিতে আওয়ামী লীগের মিছিল, ককটেল বি.স্ফোরণ (ভিডিও)

প্রকাশিত : ১৪ জুন, ২০২৫, ০৬:২৯ বিকাল
আপডেট : ১৭ আগস্ট, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

মে‌রি‌লি‌বোন ক্রিকেট ক্লাব বাউন্ডারি লাইনে ক্যাচের নিয়মে যে পরিবর্তন আন‌তে যা‌চ্ছে

স্পোর্টস ডেস্ক : বাউন্ডারি লাইনে লাফিয়ে উঠে ক্যাচ  নেওয়া, ভারসাম্য রাখতে না পারলে বল উপরের দিকে পাঠিয়ে বাইরে গিয়ে আবার ভেতরে এসে মুঠোয় জমানো এখন হরহেমাশা ব্যাপার। এটাতে কোন সমস্যাও নেই। তবে লাইনের বাইরে থেকে শূন্যে লাফিয়ে  বল স্পর্শ করার নিয়মে কিছুটা বদল আনতে যাচ্ছে ক্রিকেটের নিয়মকানুন প্রণয়নকারী সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)। এক্ষেত্রে ফিল্ডারের প্রথম স্পর্শ কোথায় হচ্ছে সে বিবেচনায় ক্যাচের সিদ্ধান্ত নেওয়ার বিধান রাখা হচ্ছে।

এমসিসি বলছে, এই পরিবর্তনের ফলে বাউন্ডারি লাইনের কাছাকাছি নেওয়া ক্যাচ নিয়ে চলমান বিতর্ক এবং বিভ্রান্তি অনেকটাই কমে আসবে। - ডেই‌লিস্টার

--নতুন নিয়ম কী বলছে? --

এমসিসি'র প্রস্তাবিত নতুন নিয়ম অনুযায়ী, যদি কোনো ফিল্ডার বাউন্ডারি লাইনের বাইরে থেকে ক্যাচ নেওয়ার চেষ্টা করেন এবং তার প্রথম স্পর্শটি বাউন্ডারির বাইরে হয়, তবে সেটি বাউন্ডারি হিসেবেই গণ্য হবে – এমনকি যদি তিনি পরে বলটিকে বাউন্ডারির ভেতরে নিয়ে এসেও সফলভাবে ক্যাচ সম্পন্ন করেন। সহজ কথায়, ফিল্ডারের প্রথম স্পর্শ (ফার্স্ট কন্টাক) যেখানে হবে, সেটিই ক্যাচের বৈধতা নির্ধারণ করবে।

-- কেন এই বদল? --

বর্তমান নিয়মানুযায়ী, কোনো ফিল্ডার বাউন্ডারির লাইনের ভেতর থেকে শূন্যে লাফিয়ে বাইরে চলে যাওয়া বল আবার ভেতরে পাঠিয়ে ভেতরে ঢুকে ক্যাচ ধরেন, তবে সেটি বৈধ ক্যাচ হিসেবে বিবেচিত হয়। এখনো সেটাই বহাল থাকবে। তবে পরিবর্তন আসছে অন্য এক ক্ষেত্রে।

বাউন্ডারির ভেতর থেকে শূন্যে লাফিয়ে বল ভেতরে আনতে গিয়ে না পারলে কোন ফিল্ডার যদি আবার লাইনের বাইরে থেকে শূন্যে লাফিয়ে বল ভেতরে পাঠান। তারপর নিজে ভেতরে ঢুকে ক্যাচ নেন। এত দিন এই পরিস্থিতিতেও বৈধ ছিলো ক্যাচ। এখন আর তা থাকছে না।

নতুন নিয়মে একজন ফিল্ডার লাইনের বাইরে শূন্যে থাকা অবস্থায় একবারই বলে হাত লাগাতে পারবেন। লাইনের বাইরে থেকে শূন্যে লাফিয়ে বল স্পর্শের সুযোগ নেই। অর্থাৎ কোন ফিল্ডারের পা একবার লাইনের বাইরের মাটি স্পর্শ করলে আর শূন্যে লাফিয়ে রিকোভার করার সুযোগ থাকছে না।

২০২৩ সালে বিগ ব্যাশে সিডনি সিক্সার্সের জর্ডান সিল্ক বাউন্ডারির বাইরে গিয়ে দ্বিতীয়বারের চেষ্টায় শূন্যে লাফিয়ে বল ভেতরে পাঠিয়ে ক্যাচ লুফেন। তখনই বিষয়টি আলোচনার জন্ম দিয়েছিলো।

অনেক সময় এই ক্যাচের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়ে, বিশেষ করে যখন ফিল্ডার ভারসাম্য রাখতে গিয়ে মাটির খুব কাছাকাছি চলে যান।

এমসিসি মনে করছে এই বদল ক্রিকেটের মাঠে আরও স্বচ্ছতা আনবে। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো বলছে, চলতি বছরই এই আইন কার্যকর হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়