মনিরুল ইসলাম : শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমী উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাণী দিয়েছেন। তিনি হিন্দু ধর্মাবলম্বী সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
তারেক রহমান বলেন, “হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমী উপলক্ষে আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তাদের সুখ, শান্তি ও কল্যাণ কামনা করি। আবহমানকাল ধরে দেশের সব ধর্মের মানুষ উৎসাহ-উদ্দীপনার সঙ্গে যার যার ধর্ম পালন করে আসছে। এটাই আমাদের ঐতিহ্য ও সামাজিক সংস্কৃতির সৌন্দর্য। উৎসব হচ্ছে অন্ধকার থেকে আলোর পথে যাত্রা।”
তিনি আরও বলেন, “উৎসবের ভেতর দিয়েই পরিস্ফুট হয় আমাদের পারস্পরিক বন্ধুত্ব, সম্প্রীতি, সৌহার্দ ও ভ্রাতৃত্ব। সংবিধানে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া হয়েছে। তাই প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।”
পবিত্র হাদিসের উদ্ধৃতি দিয়ে তিনি উল্লেখ করেন, “রাষ্ট্রের নিরাপত্তাপ্রাপ্ত অমুসলিমকে নির্যাতন, অধিকার খর্ব কিংবা সম্পদ হরণ করা মহাপাপ। কেয়ামতের দিন এর জবাবদিহি করতে হবে।”
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “অন্যের নিরাপত্তা ও সম্মান রক্ষা করা প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব। যারা নিপীড়ন ও প্রতিহিংসার মাধ্যমে সমাজ ধ্বংস করতে চায়, তাদের বিরুদ্ধে সংগ্রাম ন্যায়সঙ্গত। দুর্গাপূজাকে ঘিরে যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট কিংবা নিরাপত্তা বিঘ্নিত না হয়, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সজাগ থাকতে হবে।”
হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে তারেক রহমান বলেন, “আপনারা নিশ্চিন্তে উৎসব পালন করুন, আনন্দ ভাগাভাগি করুন। আমি এবং আমার দল বিএনপি বিশ্বাস করি— ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার।”
তিনি শেষে আবারও হিন্দু সম্প্রদায়সহ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার প্রতি শুভেচ্ছা জানিয়ে বলেন, “শারদীয় দুর্গোৎসব সবার জন্য আনন্দ ও সৌহার্দ বয়ে আনুক— এটাই আমার কামনা।”