শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র সফরে যাওয়া মির্জা ফখরুলকে সুরক্ষা দিয়ে প্রশংসায় ভাসছেন সাবেক শিবির নেতা ◈ বিদেশ ভ্রমণে বাংলাদেশিদের ভিসা জটিলতার অভিযোগ, কোন দেশে কী সমস্যা? ◈ রোনালদো ছাড়াই সৌ‌দি কিংস কা‌পে বড় জয় পে‌লো আল নাসর  ◈ এবার সারজিস আলমের নির্বাচন নিয়ে করা মন্তব্যের বিষয়ে যা বললেন প্রেস সচিব শফিকুল আলম ◈ কলকাতায় নির্বাসনে আওয়ামী লীগ: নির্বাচনে ফেরার পথ খুঁজছে হাসিনার দল ◈ যে কারণে নিউইয়র্কের বিমানবন্দরে ফখরুল–আখতাররা ভিভিআইপি সুবিধা পাননি কেন, জানাল প্রেস উইং ◈ এ‌শিয়া কা‌পের সুপার ফো‌রে রাতে ভার‌তের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌ছে বাংলা‌দেশ ◈ নির্বাচনে নৌকার ভোট লাঙ্গলে পড়বে: আত্মবিশ্বাসী জি এম কাদের ◈ আওয়ামী লীগ বিচ্ছিন্ন, নির্বাচন নিয়ে বিশ্ব সমর্থনে আশ্বস্ত ড. মুহাম্মদ ইউনূস: প্রেস সচিব ◈ ইরান কখ‌নোই ক্ষেপণাস্ত্র শক্তির বিষ‌য়ে কোনো ছাড় দেবে না

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৩৮ দুপুর
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যে উপায়ে গুগল ম্যাপে সহজেই জানবেন প্রিয়জনের অবস্থান!

গুগল ম্যাপ এখন শুধু অচেনা জায়গায় পৌঁছানো নয়, আরও নানা সুবিধা দিচ্ছে। স্মার্টফোনে এই অ্যাপ থাকলেই সহজে জানতে পারবেন কোথায় কীভাবে যাওয়া যায়, কত সময় লাগবে কিংবা কোন রুটে যাত্রা করা সুবিধাজনক হবে।

শুধু নিজের অবস্থান নয়, চাইলে খুব সহজেই পরিবারের সদস্য বা কাছের মানুষের অবস্থানও জানতে পারবেন। তবে খেয়াল রাখবেন—কাউকে তার অনুমতি ছাড়া ট্র্যাক করা আইনত দণ্ডনীয় অপরাধ। তাই নিরাপত্তা কিংবা সহযোগিতার প্রয়োজনে কেবল কাছের মানুষদের ক্ষেত্রেই এ সুবিধা ব্যবহার করুন।

উদাহরণস্বরূপ, প্রিয়জন কোনো অপরিচিত জায়গায় গেলে কিংবা আপনার বাসায় আত্মীয় আসতে চাইলে লাইভ লোকেশন শেয়ার করলে সহজেই সঠিক জায়গায় পৌঁছানো নিশ্চিত করা যায়।

চলুন জেনে নিই, কীভাবে মোবাইল ও ডেস্কটপ থেকে গুগল ম্যাপের মাধ্যমে লোকেশন শেয়ার করবেন—

মোবাইলে লোকেশন শেয়ার করার নিয়ম:

  1. গুগল ম্যাপ অ্যাপ খুলুন।
  2. ডান দিকের উপরের কোণে থাকা প্রোফাইল আইকনে ক্লিক করুন।
  3. ‘লোকেশন শেয়ারিং’ অপশনে যান।
  4. যার সঙ্গে লোকেশন শেয়ার করবেন তাকে বেছে নিন এবং সময়সীমা নির্ধারণ করে শেয়ার করুন।

ডেস্কটপ থেকে লোকেশন শেয়ার করার নিয়ম:

  1. প্রথমে যার সঙ্গে লোকেশন শেয়ার করতে চান তাকে আপনার গুগল কনট্যাক্টসে যুক্ত করুন।
  2. গুগল ম্যাপ খুলে উপরের ডান কোণে প্রোফাইল আইকনে ক্লিক করুন।
  3. সেখানে ‘Share Your Location’ অপশনে গিয়ে পছন্দের কনট্যাক্ট নির্বাচন করুন।
  4. এরপর সেই ব্যক্তির সঙ্গে লাইভ লোকেশন শেয়ার করুন।

এক কথায়, গুগল ম্যাপ শুধু যাত্রাপথ নয়, প্রিয়জনের নিরাপত্তার নিশ্চয়তাও দিতে পারে—শুধু প্রয়োজন সঠিকভাবে ব্যবহার করা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়