গুগল ম্যাপ এখন শুধু অচেনা জায়গায় পৌঁছানো নয়, আরও নানা সুবিধা দিচ্ছে। স্মার্টফোনে এই অ্যাপ থাকলেই সহজে জানতে পারবেন কোথায় কীভাবে যাওয়া যায়, কত সময় লাগবে কিংবা কোন রুটে যাত্রা করা সুবিধাজনক হবে।
শুধু নিজের অবস্থান নয়, চাইলে খুব সহজেই পরিবারের সদস্য বা কাছের মানুষের অবস্থানও জানতে পারবেন। তবে খেয়াল রাখবেন—কাউকে তার অনুমতি ছাড়া ট্র্যাক করা আইনত দণ্ডনীয় অপরাধ। তাই নিরাপত্তা কিংবা সহযোগিতার প্রয়োজনে কেবল কাছের মানুষদের ক্ষেত্রেই এ সুবিধা ব্যবহার করুন।
উদাহরণস্বরূপ, প্রিয়জন কোনো অপরিচিত জায়গায় গেলে কিংবা আপনার বাসায় আত্মীয় আসতে চাইলে লাইভ লোকেশন শেয়ার করলে সহজেই সঠিক জায়গায় পৌঁছানো নিশ্চিত করা যায়।
চলুন জেনে নিই, কীভাবে মোবাইল ও ডেস্কটপ থেকে গুগল ম্যাপের মাধ্যমে লোকেশন শেয়ার করবেন—
মোবাইলে লোকেশন শেয়ার করার নিয়ম:
ডেস্কটপ থেকে লোকেশন শেয়ার করার নিয়ম:
এক কথায়, গুগল ম্যাপ শুধু যাত্রাপথ নয়, প্রিয়জনের নিরাপত্তার নিশ্চয়তাও দিতে পারে—শুধু প্রয়োজন সঠিকভাবে ব্যবহার করা।