শিরোনাম
◈ গালাতাসারাইকে হা‌রি‌য়ে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গের শেষ আটে ম‍্যানচেস্টার সিটি ◈ শেরপুরের সহিংসতার ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি ◈ বাংলাদেশ নারী দলের ক্যাম্পে সুইডেন প্রবাসী ফুটবলার আনিকা রানিয়া সিদ্দিকী  ◈ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের বিস্তর অভিযোগ ◈ ভারতে নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাব: পাকিস্তানে হাই অ্যালার্ট জারি ◈ ৬ মাসে ২ বিলিয়ন ডলারের বেশি ঋণ পরিশোধ করলো বাংলাদেশ ◈ আগে ঘুস ছিল ১ লাখ, এখন লাগে ১০ লাখ: আজম জে চৌধুরী ◈ পদত্যাগ করলেও মন্ত্রিপাড়ার সরকারি বাসা ছাড়েনি আসিফ ও মাহফুজ ◈ ডিম হামলা, হাতাহাতি, ভাঙচুর; ভোটের মাঠে কথার লড়াই কি সংঘাতে গড়াচ্ছে? ◈ স্ত্রী-সন্তানের লাশের বিনিময়ে আমাকে জামিন দেওয়া হলো: সাদ্দাম (ভিডিও)

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২৬, ১০:৪৭ দুপুর
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২৬, ১২:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৫ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করল ফ্রান্স

কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা এবং অনলাইন বুলিং রুখতে এক সাহসী ও কঠোর পদক্ষেপ নিল ফ্রান্স। দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলিতে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার একটি বিল অনুমোদিত হয়েছে। গত ২৭ জানুয়ারি পাস হওয়া এই বিলটিকে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ "ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ" হিসেবে অভিহিত করেছেন। এর মাধ্যমে শিশুদের শৈশবকে বাণিজ্যিক অ্যালগরিদমের হাত থেকে রক্ষা করার মিশনে নামল দেশটি।

সেপ্টেম্বর থেকেই কার্যকর হতে পারে আইন

প্রেসিডেন্ট ম্যাক্রোঁ চান, আগামী শিক্ষাবর্ষের শুরু অর্থাৎ ২০২৬ সালের সেপ্টেম্বর থেকেই এই আইন কার্যকর হোক। ন্যাশনাল অ্যাসেম্বলিতে বিলটির পক্ষে ১১৬টি এবং বিপক্ষে ২৩টি ভোট পড়ে। এখন বিলটি সিনেটে পাঠানো হবে। সেখানে অনুমোদনের পর ফের নিম্নকক্ষে চূড়ান্ত ভোটের মাধ্যমে এটি আইনে পরিণত হবে। এই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে সরকারকে বিশেষ নির্দেশ দিয়েছেন ম্যাক্রোঁ।

কেন এই কঠোর পদক্ষেপ?

ফ্রান্স সরকারের দাবি, স্ক্রিন আসক্তি, সাইবার বুলিং এবং কিশোর-কিশোরীদের ক্রমবর্ধমান মানসিক ঝুঁকি কমাতে এই নিষেধাজ্ঞার বিকল্প নেই। বিলটি পাসের পর প্রেসিডেন্ট ম্যাক্রোঁ বলেন, ‘আমাদের শিশুদের মস্তিষ্ক বিক্রির জন্য নয়। তাদের স্বপ্নগুলোকে আমরা সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদমের হাতে ছেড়ে দিতে পারি না।’ 

তিনি আরও যোগ করেন, সরকার চায় এমন একটি প্রজন্ম গড়ে তুলতে যারা প্রজাতন্ত্রের মূল্যবোধে বিশ্বাসী হবে, কোনো উদ্বিগ্ন বা বিষণ্ণ প্রজন্ম নয়।

ডিজিটাল প্ল্যাটফর্মে কড়াকড়ি ও চ্যালেঞ্জ

প্রস্তাবিত আইনে কেবল জনপ্রিয় সোশ্যাল মিডিয়া অ্যাপগুলোই নয়, বরং যে কোনো ডিজিটাল প্ল্যাটফর্মের 'সোশ্যাল নেটওয়ার্কিং ফিচার' ব্যবহারের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা কার্যকর হবে। এছাড়া ব্যবহারকারীর বয়স যাচাইয়ের জন্য ইউরোপীয় ইউনিয়নের আইন মেনে কঠোর ভেরিফিকেশন ব্যবস্থা চালু করতে হবে প্ল্যাটফর্মগুলোকে।

বিশ্বের অন্যান্য দেশের প্রেক্ষাপট

ফ্রান্সের এই পদক্ষেপ অনেকটা অস্ট্রেলিয়ার পথ অনুসরণ করেই নেওয়া। উল্লেখ্য, গত ডিসেম্বরে অস্ট্রেলিয়া ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করেছে। তবে এই আইন কার্যকর করা বড় ধরণের চ্যালেঞ্জ হবে বলে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। কারণ অনেক ক্ষেত্রেই কিশোর-কিশোরীরা ভিপিএন বা ভুয়া তথ্যের মাধ্যমে বয়সের সীমা এড়িয়ে যেতে পারে। তবুও শিশুদের সুরক্ষার খাতিরে একে সময়োপযোগী সিদ্ধান্ত বলছে ফ্রান্স সরকার।

সূত্র: ঢাকা মেইল

  • সর্বশেষ
  • জনপ্রিয়