শিরোনাম
◈ আমেরিকা তাঁকে ১৫ মিনিট দিয়েছিল সিদ্ধান্ত নিতে – কথামতো চলো, নয়তো মরবে: ভিডিও ফাঁস ◈ যুক্তরাষ্ট্র-চীনের কূটনৈতিক লড়াই বাংলাদেশে কতটা প্রভাব ফেলবে? ◈ বিদেশে কর্মসংস্থান ও শিক্ষায় বাধায় বিপর্যস্ত প্রবাসী বাংলাদেশি ◈ দিল্লি থেকে অডিও বার্তায় বাংলাদেশ রাজনীতি নিয়ে বিস্ফোরক বক্তব্য শেখ হাসিনার ◈ হাসিনা আপার কর্মী-সমর্থকদের বিপদে ফেলে রেখে গেছেন, আমরা তাদের পাশে আছি : মির্জা ফখরুল ◈ অনূর্ধ্ব ১৯ বিশ্বকা‌পে যুক্তরাষ্ট্রকে হারিয়ে সুপার সিক্সে বাংলাদেশ ◈ আইসিজেতে রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের দাবি নাকচ বাংলাদেশের ◈ বিসিবির আপিল বাতিল, কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছেন জয় শাহ ◈ পোস্টাল ব্যালট সংরক্ষণে নির্দেশনা জারি ইসির ◈ চট্টগ্রাম রয়্যালস‌কে হা‌রি‌য়ে বি‌পিএ‌লে নতুন চ্যাম্পিয়ন রাজশাহী   

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২৬, ০৭:৫৮ বিকাল
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিশোরগঞ্জের হাওরে মুগ্ধতা ছড়াচ্ছে স্পাইডার ফ্লাওয়ার

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নের কামারাটিয়া এলাকায় চিরাতার বিলে সুন্দরের সমারোহ। শীতের মৌসুমে বিলজুড়ে দেখা মিলছে স্পাইডার ফ্লাওয়ার নামে একটি ফুলের। বিলটিকে সাজিয়ে তুলেছে এই ফুল। জনবসতির একটু দূরে হওয়ায় এতদিন ফুলপ্রেমীদের নজরে আসেনি বিলটি। অযত্নে অবহেলায় বেড়ে উঠলেও এই ফুলের সৌন্দর্য মুগ্ধতা ছড়াচ্ছে। সুন্দর্য উপভোগ করতে শহর থেকে প্রতিদিন শতশত পর্যটক নারী-পুরুষ ভিড় জমাচ্ছে এই ফুলের রাজ্যে। 

স্পাইডার ফ্লাওয়ারকে স্থানীয়ভাবে কাটাফুল, হুরহুরে বা মাকড়শা হুরহুরি ফুল নামেও ডাকা হয়। এর বৈজ্ঞানিক নাম Cleome hassleriana.. ফুল গাছটির সম্পূর্ণজুড়ে ছোট ছোট কাটায় ভরপুর, এর রং সাদা-বেগুনি এবং পাপড়ির রং সাদা-গোলাপি। ফুলটি দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা, প্যারাগুয়ে এবং দক্ষিণপূর্ব ব্রাজিলের স্থানীয় প্রজাতি। এদের উচ্চতা ১৫০ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে।

স্থানীয় বাসিন্দা মো. আহমেদ আমিনো বলেন, শীত মৌসুমে চিরাতার বিলে এই ফুলটি দেখা যায়। অগ্রহায়ণ মাস থেকে ফাল্গুনের মাঝামাঝি পর্যন্ত এখানে ফুলটির অস্তিত্ব থাকে। আর বর্ষা মৌসুমে বিলটি থাকে পানির নিচে। বর্ষায় বোঝার উপায় নেই যে পানির নিচেই লুকিয়ে আছে এক  অপরূপ সৌন্দর্যের আধার। বিলটি জনবসতি থেকে কিছুটা দূরে হওয়ায় এতদিন ফুলপ্রেমীদের নজরে আসেনি। বিভিন্ন মাধ্যমে জানতে পেরে এখন অনেকেই এই ফুলের সৌন্দর্য উপভোগ করতে আসছেন। কিশোরগঞ্জ হর্টিকালচার সেন্টারের উপপরিচালক বলেন, আমাদের দেশে সাধারণত এই ফুলটি হাওড় ও নদী এলকায় জন্মে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়