শিরোনাম
◈ আমেরিকা তাঁকে ১৫ মিনিট দিয়েছিল সিদ্ধান্ত নিতে – কথামতো চলো, নয়তো মরবে: ভিডিও ফাঁস ◈ যুক্তরাষ্ট্র-চীনের কূটনৈতিক লড়াই বাংলাদেশে কতটা প্রভাব ফেলবে? ◈ বিদেশে কর্মসংস্থান ও শিক্ষায় বাধায় বিপর্যস্ত প্রবাসী বাংলাদেশি ◈ দিল্লি থেকে অডিও বার্তায় বাংলাদেশ রাজনীতি নিয়ে বিস্ফোরক বক্তব্য শেখ হাসিনার ◈ হাসিনা আপার কর্মী-সমর্থকদের বিপদে ফেলে রেখে গেছেন, আমরা তাদের পাশে আছি : মির্জা ফখরুল ◈ অনূর্ধ্ব ১৯ বিশ্বকা‌পে যুক্তরাষ্ট্রকে হারিয়ে সুপার সিক্সে বাংলাদেশ ◈ আইসিজেতে রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের দাবি নাকচ বাংলাদেশের ◈ বিসিবির আপিল বাতিল, কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছেন জয় শাহ ◈ পোস্টাল ব্যালট সংরক্ষণে নির্দেশনা জারি ইসির ◈ চট্টগ্রাম রয়্যালস‌কে হা‌রি‌য়ে বি‌পিএ‌লে নতুন চ্যাম্পিয়ন রাজশাহী   

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২৬, ০৯:১৪ রাত
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপি নেতাকর্মীর অস্ত্র কেনা ও মজুত নিয়ে আলোচনা, ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (ভিডিও)

জাতীয় নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র কেনা ও মজুত নিয়ে সোনারগাঁয়ের বিএনপি নেতাকর্মীদের আলোচনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে নারায়ণগঞ্জ জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভিডিওতে সোনারগাঁ উপজেলা বিএনপির সহসভাপতি বজলুর রহমান ও তাঁর অনুসারীদের এসব নিয়ে আলোচনা করতে দেখা যায়। 

বজলুর রহমান তাঁর সমর্থকদের নিয়ে স্থানীয় একটি রেস্তোরাঁয় খাচ্ছিলেন। এক পর্যায়ে তাদের একজন বলেন, নির্বাচন সামনে রেখে সোনারগাঁ এলাকায় প্রচুর অবৈধ অস্ত্র মজুত করা হচ্ছে। আরেকজনকে বজলুর রহমানের কানের কাছে গিয়ে বলতে শোনা যায়, নির্বাচনের জন্য আমাদের আরও দুটি অস্ত্র দরকার। তাদের কথোপকথনে অবৈধ অস্ত্র মজুতের বিষয়টি উঠে আসে।

সূত্র জানায়, নারায়ণগঞ্জ-৩ ও ৪ আসনে স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ গিয়াসউদ্দিনের পক্ষে প্রচারে নেমেছেন বজলুর রহমান। তাঁর সঙ্গে থাকা সবাই এই প্রার্থীর পক্ষে কাজ করে যাচ্ছেন। এই ভিডিওর বিষয়ে জানতে বজলুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। খুদে বার্তা দিয়েও সাড়া পাওয়া যায়নি। 

এ প্রসঙ্গে স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, ‘ভিডিওর  বজলুর রহমান বিএনপি প্রার্থী মান্নানের এক নম্বর লোক। সে সারাক্ষণ তাঁর সঙ্গে থাকে এবং তাঁর কমিটির পদে রয়েছে। আমার নামে যা বলা হচ্ছে সেটা অপপ্রচার।’

নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব বলেন, ‘ভিডিওটি আমার নজরে আসেনি। অস্ত্র কেনা বা মজুত নিয়ে এমন কিছু হলে অবশ্যই দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে।’ 

সোনারগাঁ থানার ওসি মুহিবুল্লাহ জানান, অস্ত্র নিয়ে আলাপচারিতার ভিডিও সম্পর্কে তারা অবগত। এটা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সব ইউনিট কাজ করে যাচ্ছে।

র‍্যাব-১১-এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন জানান, ভিডিও সম্পর্কে অবগত আছেন। এ নিয়ে কাজ চলছে।

সূত্র: সমকাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়