শিরোনাম
◈ আমেরিকা তাঁকে ১৫ মিনিট দিয়েছিল সিদ্ধান্ত নিতে – কথামতো চলো, নয়তো মরবে: ভিডিও ফাঁস ◈ যুক্তরাষ্ট্র-চীনের কূটনৈতিক লড়াই বাংলাদেশে কতটা প্রভাব ফেলবে? ◈ বিদেশে কর্মসংস্থান ও শিক্ষায় বাধায় বিপর্যস্ত প্রবাসী বাংলাদেশি ◈ দিল্লি থেকে অডিও বার্তায় বাংলাদেশ রাজনীতি নিয়ে বিস্ফোরক বক্তব্য শেখ হাসিনার ◈ হাসিনা আপার কর্মী-সমর্থকদের বিপদে ফেলে রেখে গেছেন, আমরা তাদের পাশে আছি : মির্জা ফখরুল ◈ অনূর্ধ্ব ১৯ বিশ্বকা‌পে যুক্তরাষ্ট্রকে হারিয়ে সুপার সিক্সে বাংলাদেশ ◈ আইসিজেতে রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের দাবি নাকচ বাংলাদেশের ◈ বিসিবির আপিল বাতিল, কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছেন জয় শাহ ◈ পোস্টাল ব্যালট সংরক্ষণে নির্দেশনা জারি ইসির ◈ চট্টগ্রাম রয়্যালস‌কে হা‌রি‌য়ে বি‌পিএ‌লে নতুন চ্যাম্পিয়ন রাজশাহী   

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২৬, ০৭:৩৩ বিকাল
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের জোয়ার ও মাজার ভাঙার নিন্দা প্রেস সচিব শফিকুল আলমের

মো: আদনান হোসেন, ধামরাই: সারাদেশে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমতের জোয়ার সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, জনগণ স্বৈরাচার ও অনাচারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং গণভোটের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক শাসনব্যবস্থা নিশ্চিত করতে চায়।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল থেকে দিনব্যাপী ঢাকা জেলার ধামরাই উপজেলা সহ পার্শ্ববর্তী মানিকগঞ্জ জেলার বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন তিনি। সকাল ১০টার দিকে তিনি ঢাকার ধামরাই উপজেলায় পৌঁছান। এ সময় সানোড়া ইউনিয়ন এর বাটুলিয়া এলাকায় অবস্থিত বুচাই পাগলার মাজার পরিদর্শন করেন এবং মাজারের ভিতরে দোয়া করেন। 

মাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শফিকুল আলম বলেন, ‘আমাদের দেশ অলি-আউলিয়াদের দেশ। বুচাই পাগলার মাজার সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক।"মাজারে হামলা বা ভাঙচুর অত্যন্ত নিন্দনীয় কাজ" আপনার পছন্দ না হলে এখানে আসবেন না। যেখানে শান্তি ও আনন্দ পান, সেখানে যান, কিন্তু কারও বিশ্বাস ও ঐতিহ্যে আঘাত করা গ্রহণ যোগ্য নয়।’ তিনি ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর বুচাই পাগলার মাজারে হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং এ ধরনের উগ্রতা ও সহিংসতার বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

গণভোট প্রসঙ্গে প্রেস সচিব বলেন, ‘হ্যাঁ ভোটের মাধ্যমে দেশে আর স্বৈরাচার, অনাচার ও অত্যাচার ফিরে আসবে না। এতে নাগরিক অধিকার নিশ্চিত হবে এবং ন্যায়ভিত্তিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে।’ তিনি জানান, নির্বাচন কমিশনের প্রস্তুতি নিয়ে কোনো শঙ্কা নেই। তবে ভোট গণনায় কিছুটা সময় লাগতে পারে।

এ সময় তিনি ভোটারদের শান্ত ও ধৈর্যের সঙ্গে ভোট প্রক্রিয়ায় অংশ নেওয়ার আহ্বান জানান।

মাজার পরিদর্শন শেষে দুপুরে তিনি ধামরাই থেকে মানিকগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করেন। সেখানে জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মকর্তা দের সঙ্গে মতবিনিময় করেন এবং পরে মানিকগঞ্জ প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় অংশ নেন। সন্ধ্যায় মানিকগঞ্জ জেলা শহরে বিভিন্ন কর্মসূচি শেষে রাতে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়