স্পোর্টস ডেস্ক : গৌতম গম্ভীরের শুরুটা কোচ হিসেবে টি-টোয়েন্টি ফরম্যাটে বেশ উজ্জ্বল হলেও টেস্ট ও ওয়ানডে ফরম্যাটে দলের সাম্প্রতিক পারফরম্যান্স প্রচণ্ড চাপ সৃষ্টি করেছে।
২০২৪ সালের জুলাইয়ে দায়িত্ব নেওয়ার পর ভারতের মাটিতে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে হার এবং সম্প্রতি নিউজিল্যান্ডের খর্বশক্তির দলের বিপক্ষে ওয়ানডে সিরিজে পরাজয় গম্ভীরের সাফল্য নিয়ে প্রশ্ন তুলেছে।
এমন পরিস্থিতিতে আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া ২০ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপটি গম্ভীরের জন্য এক বড় চ্যালেঞ্জ।
ফলাফল ভারতের পক্ষে না এলে বোর্ডকে কঠোর হওয়ার পরামর্শ দিয়েছেন তিওয়ারি। 'ইনসাইডস্পোর্ট'-কে তিনি বলেন, 'ভারত যদি টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে না পারে, তবে আমার মনে হয় বিসিসিআইয়ের উচিত গৌতম গম্ভীরকে নিয়ে একটি বড় এবং কঠিন সিদ্ধান্ত নেওয়া।
যদিও বোর্ড এখন পর্যন্ত কোচের পাশেই আছে। তিওয়ারি উল্লেখ করেন, 'বিসিসিআই সচিব আগেই স্পষ্ট করেছেন যে, চুক্তির মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত গম্ভীর দায়িত্ব পালন করবেন এবং তাকে সরিয়ে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না।' তবে ব্যর্থতার পাল্লা ভারী হলে সেই অবস্থান পরিবর্তন হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।
গম্ভীরের বিকল্প হিসেবে ভিভিএস লক্ষ্মণকে ডাগআউটে দেখার পক্ষপাতী তিওয়ারি। তিনি মনে করেন, লক্ষ্মণকে এই দায়িত্ব নেওয়ার জন্য বোর্ডের রাজি করানো উচিত। তার ভাষ্যমতে, 'এটি একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে হওয়া উচিত। রাহুল দ্রাবিড় যখন কোচ ছিলেন, তখন তার অনুপস্থিতিতে ভিভিএস লক্ষ্মণই দলের দায়িত্ব সামলাতেন। তাই কোচ হিসেবে তিনিই স্বাভাবিক পছন্দ হওয়ার কথা।
সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারত এবার 'এ' গ্রুপে লড়বে। যেখানে তাদের সঙ্গী হিসেবে আছে পাকিস্তান, নামিবিয়া, নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্র। আগামী ৭ ফেব্রুয়ারি ওয়াংখেড়ে স্টেডিয়ামে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে স্বাগতিকরা তাদের মিশন শুরু করবে।