শিরোনাম
◈ নির্বাচনের আগেও নয়, ভবিষ্যতেও আওয়ামী লীগের নিষেধাজ্ঞা উঠছে না: আসিফ নজরুল ◈ ভাষাসৈনিক আহমদ রফিক লাইফ সাপোর্টে ◈ দুবাই শেখ সেক্স পার্টনার খুঁজছেন, তোমার কি কোনো ভালো বন্ধু আছে? চাঞ্চল্যকর হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস ◈ ডোনাল্ড ট্রাম্প হ‌বেন গাজার অন্তর্বর্তী সরকারের প্রধান ◈ ডোনাল্ড ট্রাম্পের জন্য কারাগারই সবচেয়ে উপযুক্ত জায়গা :  কলম্বিয়ার প্রেসিডেন্ট ◈ ‌নেপা‌লের কা‌ছে হোয়াইটওয়াশ হওয়ার পর ওয়েস্ট ইন্ডিজের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ বেশকিছু অভিজ্ঞ ক্রিকেটার ◈ টি-‌টো‌য়ে‌ন্টি ক্রিকেট লি‌গে বরিশালকে সহজেই হারালো চট্টগ্রাম ◈ আমি এবং আমার দল বিএনপি বিশ্বাস করি, ধর্ম যার যার, রাষ্ট্র সবার: তারেক রহমান ◈ জাপায় ফের অস্থিরতা, প্রতীকের দাবি নিয়ে আবারও লড়াই ◈ প্রথমবার দ্বিপা‌ক্ষিক সি‌রিজ খে‌লে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ কর‌লো নেপাল 

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২৫, ১০:৪৮ রাত
আপডেট : ০২ অক্টোবর, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচনের আগেও নয়, ভবিষ্যতেও আওয়ামী লীগের নিষেধাজ্ঞা উঠছে না: আসিফ নজরুল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তো নয়ই, অদূর ভবিষ্যতেও আওয়ামী লীগের কার্যক্রমের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

আজ বুধবার দুপুরে বরিশালের শঙ্কর মঠ দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের তিনি এ কথা জানান।

জাতিসংঘের একটি সফরে প্রধান উপদেষ্টা একটি গণমাধ্যমকে বলেছেন যে, আওয়ামী লীগের কার্যক্রম সচল হতে পারে। এ ব্যাপারে সরকারের অবস্থান কী জানতে চাইলে আইন উপদেষ্টা গণমাধ্যমকর্মীদের বলেন, 'এটা উনি থিওরিটিক্যাল একটা কথা বলেছেন, আমি যেটুকু বুঝতে পারি। যখন একটা দলের কার্যক্রম কিছু সময়ের জন্য ব্যান করা হয়, থিওরিটিক্যালি ওই ব্যানটা পারমানেন্ট কি পারমানেন্ট না—সেই ধরনের প্রশ্ন থাকে। কিন্তু বাস্তবিক অর্থে আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা উইড্রো হবে এই ধরনের কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না।'

'আমি যেটুকু জানি যে, আমাদের আন্তর্জাতিক অপরাধ আদালতে যে প্রসিকিউশন টিম আছে, সেই টিমের পক্ষ থেকে সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার চাওয়ার একটা পদক্ষেপ বরং নেওয়া হয়েছে। কাজেই নির্বাচনের আগে তো দূরের কথা, অদূর ভবিষ্যতে; আমি আমার পর্যবেক্ষণ থেকে যেটুকু বুঝি আরকি, আমার ধারণা, আওয়ামী লীগের কার্যক্রম যে নিষিদ্ধ হয়েছে, এটা উইড্রো হওয়ার কোনো সম্ভাবনা নাই,' যোগ করেন তিনি।

বিদেশি গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেছেন 'এমন মানুষও আছে, যারা বলছে পাঁচ বছর থাকুন, ১০ বছর থাকুন, ৫০ বছর থাকুন' এ ব্যাপারে জানতে চাইলে আসিফ নজরুল বলেন, 'আমাদের প্রধান উপদেষ্টা যে ইন্টারভিউটা দিয়েছেন, ওখানে উনাকে প্রশ্ন করা হয়েছিল যে, নির্বাচনে দেরি করা হচ্ছে। মানুষের তো নির্বাচন নিয়ে সব সময়...যেকোনো ব্যাপারেই পলিটিক্যাল মতানৈক্য থাকে। কেউ কেউ মনে করেছে আরও আগে নির্বাচন দিয়ে চলে গেলে ভালো হতো। কেউ কেউ আবার বলেছে, এটা মিথ্যা কথা না যে, সরকার আরও অনেক দিন থাকুক, সংস্কার করুক।'

'আমার কথা হচ্ছে, সরকারের ইচ্ছা কি সেটা তো আমাদের প্রধান উপদেষ্টা অত্যন্ত স্পষ্ট করে বলেই দিয়েছেন—ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের পরে এক সেকেন্ড, এক মিনিট, এক ঘণ্টাও থাকার ইচ্ছা আমাদের নাই। যত তাড়াতাড়ি সম্ভব আমরা...স্মুথ ট্রানজিশন অব পাওয়ারে প্রথম থেকেই বিশ্বাস করতাম, আমাদের শুধু দুইটা চিন্তা ছিল যে, আমরা নির্বাচনের আগে বিচারের যে দৃশ্যমান অগ্রগতি বা সংস্কারের দৃশ্যমান অগ্রগতি সেটুকু যেন একটু হয়ে যায়। কারণ অনেক মানুষ জীবন দিয়েছে, অনেক স্যাক্রিফাইস এখানে আছে। আমরা মনে করি, বিচারের দৃশ্যমান প্রক্রিয়া তো হয়েছে এবং আমরা আশা করছি আমাদের আগামী নির্বাচনের আগে আমরা কিছু কিছু বিচার কাজের সমাপ্তি দেখে যেতে পারবো,' বলেন তিনি।

আইন মন্ত্রণালয়ে প্রায় নয় থেকে ১০টি বড় ধরনের সংস্কার করা হয়েছে উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন, 'অনেকে মনে করে, ঐকমত্য কমিশন সংস্কার নিয়ে আলাপ করছে এ জন্য সংস্কার কাজ এখন পর্যন্ত থেমে আছে কি না? সংস্কার আমরা করছি, ঐকমত্য কমিশন যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছে এর সঙ্গে সংবিধানের পরিবর্তন জড়িত। সংবিধানে পরিবর্তন প্রশ্ন জড়িত আছে দেখে সেখানে রাজনৈতিক দলগুলোর সমঝোতা ছাড়া করা যাবে না, কিন্তু সাধারণ অধ্যাদেশ দিয়ে বা সরকারি আদেশ দিয়ে যেগুলো করা সম্ভব, সেগুলো বেশ অনেক সংস্কার আমরা করে ফেলেছি। বাকি যেটা আছে, সেটা ইনশাআল্লাহ ফেব্রুয়ারির আগে আমরা উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করতে পারবো।' উৎস: ডেইলি স্টার।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়