শিরোনাম
◈ নির্বাচনের আগেও নয়, ভবিষ্যতেও আওয়ামী লীগের নিষেধাজ্ঞা উঠছে না: আসিফ নজরুল ◈ ভাষাসৈনিক আহমদ রফিক লাইফ সাপোর্টে ◈ দুবাই শেখ সেক্স পার্টনার খুঁজছেন, তোমার কি কোনো ভালো বন্ধু আছে? চাঞ্চল্যকর হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস ◈ ডোনাল্ড ট্রাম্প হ‌বেন গাজার অন্তর্বর্তী সরকারের প্রধান ◈ ডোনাল্ড ট্রাম্পের জন্য কারাগারই সবচেয়ে উপযুক্ত জায়গা :  কলম্বিয়ার প্রেসিডেন্ট ◈ ‌নেপা‌লের কা‌ছে হোয়াইটওয়াশ হওয়ার পর ওয়েস্ট ইন্ডিজের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ বেশকিছু অভিজ্ঞ ক্রিকেটার ◈ টি-‌টো‌য়ে‌ন্টি ক্রিকেট লি‌গে বরিশালকে সহজেই হারালো চট্টগ্রাম ◈ আমি এবং আমার দল বিএনপি বিশ্বাস করি, ধর্ম যার যার, রাষ্ট্র সবার: তারেক রহমান ◈ জাপায় ফের অস্থিরতা, প্রতীকের দাবি নিয়ে আবারও লড়াই ◈ প্রথমবার দ্বিপা‌ক্ষিক সি‌রিজ খে‌লে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ কর‌লো নেপাল 

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২৫, ০৮:০২ রাত
আপডেট : ০১ অক্টোবর, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধর্মীয় সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত ‎লালমনিরহাটে একই আঙিনায় শতবর্ষী মসজিদ-মন্দির

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি: ধর্ম যার যার, উৎসব সবার—এমনই অসাম্প্রদায়িক চেতনার উজ্জ্বল নিদর্শন লালমনিরহাট শহরের কালীবাড়ী এলাকায় একই আঙিনায় শতবর্ষী পুরান বাজার জামে মসজিদ ও কালীবাড়ী কেন্দ্রীয় মন্দির। প্রায় দুই শতাব্দী ধরে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মানুষ সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে শান্তিপূর্ণভাবে পালন করে আসছেন নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান।

‎ইতিহাস বলছে, ১৮৩৬ সালে এখানে প্রতিষ্ঠিত হয় কালীবাড়ী কেন্দ্রীয় মন্দির। পরে ১৯০০ সালে একই প্রাঙ্গণে মুসলিম ব্যবসায়ীরা নামাজ আদায়ের জন্য একটি ঘর নির্মাণ করেন, যা পরবর্তীতে ‘পুরান বাজার জামে মসজিদ’ নামে পরিচিতি পায়। তখন থেকেই শুরু হয় ভিন্ন ধর্মের দুই উপাসনালয়ের সহাবস্থান।

‎একই উঠানে দুই ধর্মের উপাসনালয় থাকার পরও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি কখনো। বরং এখানকার মানুষ নিয়মতান্ত্রিকভাবে শালীনতা বজায় রেখে মসজিদ-মন্দিরের সব ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছেন। আজান শুরু হলে মন্দিরের মাইক, ঢাক-ঢোলসহ সব বাদ্যযন্ত্র বন্ধ থাকে। নামাজ শেষে আবার পূজা-অর্চনার কার্যক্রম শুরু হয়।

‎মসজিদের এক মুসল্লি বলেন, “আমরা দেখেছি এখানে কখনো ধর্ম নিয়ে কোনো হানাহানি হয়নি। বরং পূজা বা নামাজের সময় একে অপরকে সহযোগিতা করে। তাই দেশ-বিদেশ থেকে মানুষ এখানে আসেন ধর্মীয় সম্প্রীতির অনন্য উদাহরণ দেখতে।”

‎কেন্দ্রীয় কালীবাড়ী মন্দিরের সভাপতি ও পুরোহিত শংকর চক্রবর্তী বলেন, “শতবর্ষেরও বেশি সময় ধরে এখানে কোনো বিরোধ হয়নি। পূজা-মসজিদের কার্যক্রম আগে থেকেই মসজিদ ও মন্দির কমিটি বসে নির্ধারণ করে। ফলে সব অনুষ্ঠানই সুন্দরভাবে সম্পন্ন হয়।”

‎পুরান বাজার জামে মসজিদের ইমাম মোহাম্মদ আল আমিন হোসেন জানান, “আমরা মন্দির কর্তৃপক্ষকে সহযোগিতা করি, তারাও আমাদের সহযোগিতা করেন। কোনো বিশৃঙ্খলা ছাড়াই যুগ যুগ ধরে চলছে এ সম্প্রীতির বন্ধন। ধর্ম যার যার, উৎসব সবার।”

‎এমন সম্প্রীতির স্থান দেখতে প্রতিবছর দুর্গাপূজার সময় দেশ-বিদেশ থেকে অসংখ্য দর্শনার্থী এখানে আসেন। কয়েকজন বিদেশি রাষ্ট্রদূতও ইতিমধ্যে এই ঐতিহাসিক মসজিদ-মন্দির ঘুরে গেছেন।

‎লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার বলেন, “একই আঙিনায় মসজিদ ও মন্দির থাকা সত্যিই বিরল দৃষ্টান্ত। এটি লালমনিরহাটবাসীর অসাম্প্রদায়িক চেতনা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের উজ্জ্বল প্রমাণ।”

‎বর্তমানে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কালীবাড়ী মন্দিরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। অপরদিকে পাশের পুরান বাজার জামে মসজিদে নিয়মিত নামাজ-ইবাদত চলছে। ধর্মীয় সম্প্রীতির এই মিলনস্থল লালমনিরহাটের মানুষকে যেমন গর্বিত করছে, তেমনি গোটা দেশেও ছড়িয়ে দিচ্ছে সহাবস্থানের এক অনন্য বার্তা।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়