শিরোনাম
◈ পিআর পদ্ধতি কী, কেন প্রয়োজন ও কোন দেশে এই পদ্ধতি চালু আছে?" ◈ ইসরায়েলি হামলায় ৪৩৭ ফুটবলারসহ ৭৮৫ ফিলিস্তিনি ক্রীড়াবিদের মৃত্যু ◈ পশ্চিম তীরে দখলদার ইসরায়েলিদের সাথে তাদেরই সেনা জড়ালো সংঘর্ষে! (ভিডিও) ◈ আমদানি-রপ্তানিতে এনবিআরের নতুন নিয়ম: বাধ্যতামূলক অনলাইন সিএলপি দাখিল ◈ জুলাই স্মরণে শহীদ মিনারে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন (ভিডিও) ◈ জুলাই বিদ্রোহ: কোটা সংস্কার থেকে গণঅভ্যুত্থান ◈ ভারতের বাংলাদেশ সফর নিয়ে যা বললেন আমিনুল ইসলাম বুলবুল ◈ ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ক্যাডার পদে মনোনয়ন পেলেন ১৬৯০ জন ◈ ১৮ জুলাই নতুন দিবস ঘোষণা ◈ ডিসি-এসপি কমিটি ও ইভিএম বাদ, ভোটকেন্দ্র স্থাপনে নতুন নীতিমালা জারি করলো ইসি

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৩, ১২:১৯ দুপুর
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২৩, ০১:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডিসেম্বরে উদ্বোধন মাতারবাড়ী কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র

হাবিবুর রহমান সোহেল, কক্সবাজার: [২] কক্সবাজারের সাগরদ্বীপ মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রটি আগামী ডিসেম্বরে আনুষ্ঠানিক উদ্বোধন হবে। বিষয়টি জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া।

[৩] বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ির কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র ও নির্মাণাধীন গভীর সমুদ্র বন্দর পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান।

[৪] তিনি বলেন, ১২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন মাতারবাড়িতে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে গত ৩১ জুলাইয়ের পর থেকে পরীক্ষামূলক ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে।  বিদ্যুৎ কেন্দ্রটি আগামী ডিসেম্বর মাসে আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এরপর পুরোদমে, অর্থাৎ এক হাজার ২০০ মেগাওয়াট উৎপাদনে যাবে।

[৫] এর আগে, সকাল ১০টায় চট্টগ্রাম থেকে নৌপথে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের একটি জেটিতে পৌঁছান তিনি। এসময় সংশ্লিষ্টদের সঙ্গে প্রকল্পের সার্বিক বিষয় এবং অগ্রগতি নিয়ে কথা বলেন। নৌপরিবহন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোস্তফা কামাল, বিদ্যুৎ বিভাগের জ্যেষ্ঠ সচিব হাবিবুর রহমান, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার তোফায়েল আহমেদ এবং কক্সবাজারের জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরানসহ বিভিন্ন প্রকল্পের পরিচালকরা সেসময় উপস্থিত ছিলেন।  সম্পাদনা: হ্যাপী

প্রতিনিধি/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়