শিরোনাম
◈ বয়কট আলোচনার ম‌ধ্যে টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপের জন্য বিমা‌ন বুক করেছে পাকিস্তান  ◈ এক যুগ পর আজ শুরু হচ্ছে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট ◈ ১৮ মিনিট আগেগণভোটে 'হ্যাঁ' অথবা 'না' এর পক্ষে প্রচার চালাতে পারবেন না সরকারি চাকরিজীবীরা ◈ রাষ্ট্রীয় নির্যাতনের শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ পেতে বাধা কাটলো   ◈ বাংলা‌দেশ বিশ্বকাপ খেল‌ছে না ব‌লে খা‌লেদ মাহমুদ সুজ‌নের হৃদয়ে রক্তক্ষরণের অনুভূত হ‌চ্ছে ◈ জয় শাহর ৮ বার কল, সাড়া দিলেন না পিসিবি চেয়ারম্যান নাকভি ◈ জামায়াত নেতা হত্যা: ঝিনাইগাতীর ইউএনও ও ওসি প্রত্যাহার ◈ আগামীকালই হবে ৫০তম বিসিএস পরীক্ষা ◈ রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান প্রত্যাবাসন: প্রধান উপদেষ্টা ◈ ৪০ পুলিশ কর্মকর্তার পদোন্নতি

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২৬, ০৮:৩৩ রাত
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজনৈতিক মাঠ উত্তপ্ত করতে মিথ্যা অভিযোগ ছড়াচ্ছে জামায়াত: ফখরুল

নোয়াখালী প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-০৫ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মো. ফখরুল ইসলাম বলেছেন, অতীতের সরকারের সন্ত্রাস, চাঁদাবাজি ও নানা অপকর্মের কারণে মানুষ আজ ফুঁসে উঠেছে। এরই ধারাবাহিকতায় এ আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। 

তিনি বলেন, জনগণের এই বাঁধভাঙা সমর্থন দেখে প্রতিপক্ষ জামায়াতের প্রার্থী দিশেহারা হয়ে পড়েছেন। সে কারণেই নির্বাচন কমিশনে যথাযথ অভিযোগ না করে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমি এবং আমার কর্মী-সমর্থকদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ তুলে রাজনৈতিক মাঠ উত্তপ্ত করার অপচেষ্টা চালানো হচ্ছে।

বৃহস্পতিবার বিকালে কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডের নুর নবী মেম্বার বাড়িতে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফখরুল ইসলাম আরও বলেন, আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে কোনো লাভ হবে না। নোয়াখালী-০৫ আসনের মানুষ উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে প্রস্তুত। জনগণের এই গণজোয়ারেই ধানের শীষ বিপুল ভোটে বিজয়ী হবে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে এই এলাকায় সন্ত্রাস ও চাঁদাবাজি সম্পূর্ণভাবে নির্মূল করা হবে। একই সঙ্গে জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করা হবে। দীর্ঘদিনের অসমাপ্ত উন্নয়নকাজ, বিশেষ করে নদীভাঙন রোধসহ গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো বাস্তবায়ন করা হবে বলেও তিনি জানান।

ধানশালিক ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাহাব উদ্দিনের সভাপতিত্বে উঠান বৈঠকে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য গোলাম হায়দার বিএসসি, নোয়াখালী জেলা বিএনপির সাবেক সসদ্য গোলাম মোমিত ফয়সাল, কবিরহাট উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী লিটন, কবিরহাট উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব কামাল হোসেন সৌরভ, কবিরহাট পৌরসভার বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু প্রমূখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়