থাইল্যান্ডের চিয়াং মাই প্রদেশে একটি সামরিক প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে দেশটির রয়্যাল থাই এয়ার ফোর্স (আরটিএএফ)। খবর সিনহুয়া
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ১০টা দিকে প্রশিক্ষণ ফ্লাইটের সময় উত্তর থাইল্যান্ডের একটি বনাঞ্চলে বিমানটি বিধ্বস্ত হয়।
আরটিএএফের মুখপাত্র চাকরিত থাম্মাভিচাই বলেন, দুর্ঘটনার সময় পাইলটরা কমব্যাট সার্চ অ্যান্ড রেসকিউ (যুদ্ধকালীন অনুসন্ধান ও উদ্ধার) প্রশিক্ষণ অনুশীলনে অংশ নিচ্ছিলেন। দুর্ঘটনাস্থলের আশপাশে কোনো বেসামরিক হতাহত বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বিমান বাহিনীর মুখপাত্র জ্যাকক্রিট থামানভিচাই বলেন, আজ সকালে প্রশিক্ষণ চলাকালীন সামরিক বিমান দুর্ঘটনায় দুই পাইলট নিহত হয়েছেন।
মুখপাত্র জানান, দুর্ঘটনার সঠিক কারণ নির্ধারণে বিমান চলাচল নিরাপত্তা মানদণ্ড কঠোরভাবে অনুসরণ করে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত পরিচালনা করা হবে।
রয়্যাল থাই এয়ার ফোর্স নিহত পাইলটদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে এবং তাদের সর্বাত্মক সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে।
গত বছরের এপ্রিলে রাজধানী ব্যাংককের দক্ষিণে একটি রিসোর্টের কাছে প্যারাসুট প্রশিক্ষণ মহড়ার সময় একটি ছোট বিমান সমুদ্রে বিধ্বস্ত হলে ছয় থাই পুলিশ কর্মকর্তা নিহত হন।