স্পোর্টস ডেস্ক : টেলিকম এশিয়া স্পোর্টসকে উদ্ধৃত করে একাধিক সূত্র জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা থাকলেও পাকিস্তান দল অস্ট্রেলিয়া দলের সাথে একসঙ্গে লাহোর থেকে এয়ার লঙ্কার একটি ফ্লাইটে কলম্বো যাওয়ার বুকিং সম্পন্ন করেছে।
বর্তমানে অস্ট্রেলিয়া দল লাহোরে অবস্থান করছে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে। এই সিরিজ শুরু হচ্ছে আজ, আর শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে ১ ফেব্রুয়ারি।
এর আগে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রী ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মহসিন নাকভি টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে সন্দেহ প্রকাশ করেন। তিনি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বিরুদ্ধে "দ্বৈত মানদণ্ড" প্রয়োগের অভিযোগ তোলেন এবং বলেন, বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দিয়ে তাদের সঙ্গে "অন্যায় আচরণ" করা হয়েছে।
গত সপ্তাহে নাকভি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেন এবং জানান, পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আগামীকাল অথবা পরবর্তী সোমবার। টেলিকম এশিয়া স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী একদিকে বাংলাদেশকে সমর্থনের পাকিস্তানের অবস্থানকে সমর্থন করলেও, অন্যদিকে বিশ্বকাপ বয়কট না করার পরামর্শও দিয়েছেন।
একই প্রতিবেদনে আরও বলা হয়, "নাকভি প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং সামরিক বাহিনীর শীর্ষ মহলের পরামর্শ নিয়েই সাবেক পিসিবি প্রধান নাজাম শেঠি ও রমিজ রাজাকে সঙ্গে বৈঠক করেন।
সূত্রের বরাতে জানানো হয়েছে, দুই সাবেক বোর্ড প্রধানই শ্রীলঙ্কায় দল পাঠানোর পক্ষে মত দিয়েছেন, যেখানে পাকিস্তানের সব বিশ্বকাপ ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা এবং বিশেষভাবে "ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট না করার" পরামর্শও দিয়েছেন।
গ্রুপ পর্বে পাকিস্তান ও ভারতের মুখোমুখি হওয়ার কথা রয়েছে ১৫ ফেব্রুয়ারি, কলম্বোতে।