শিরোনাম
◈ বয়কট আলোচনার ম‌ধ্যে টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপের জন্য বিমা‌ন বুক করেছে পাকিস্তান  ◈ এক যুগ পর আজ শুরু হচ্ছে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট ◈ ১৮ মিনিট আগেগণভোটে 'হ্যাঁ' অথবা 'না' এর পক্ষে প্রচার চালাতে পারবেন না সরকারি চাকরিজীবীরা ◈ রাষ্ট্রীয় নির্যাতনের শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ পেতে বাধা কাটলো   ◈ বাংলা‌দেশ বিশ্বকাপ খেল‌ছে না ব‌লে খা‌লেদ মাহমুদ সুজ‌নের হৃদয়ে রক্তক্ষরণের অনুভূত হ‌চ্ছে ◈ জয় শাহর ৮ বার কল, সাড়া দিলেন না পিসিবি চেয়ারম্যান নাকভি ◈ জামায়াত নেতা হত্যা: ঝিনাইগাতীর ইউএনও ও ওসি প্রত্যাহার ◈ আগামীকালই হবে ৫০তম বিসিএস পরীক্ষা ◈ রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান প্রত্যাবাসন: প্রধান উপদেষ্টা ◈ ৪০ পুলিশ কর্মকর্তার পদোন্নতি

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২৬, ০৭:০৩ বিকাল
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জামায়াতের আমীর বে-পর্দা নারীর সাথে সেলফি তুলে জামায়াত ইসলামের নামে মিথ্যাচার করছেন: চরমোনাই পীর

লালমনিরহাট প্রতিনিধি: ইসলামী আন্দোলন বাংলাদেশ’র আমীর ও চরমোনাই পীর সৈয়দ মুফতী রেজাউল করীম বলেছেন, জামায়াতে ইসলামীর আমীর বলে দিয়েছেন, তারা ইসলামী শরিয়াহ আইনে দেশ চালাবে না। জামায়াতের প্রার্থী কৃষ্ণ নন্দীও বলেছেন, জামায়াতে ইসলাম ইসলামী দল নয়। কৃষ্ণ নন্দী সাংবাদিকদের প্রশ্ন উত্তরে বলেছেন, আপনারা এটাকে ইসলামী দল বলে ছোট করেন কোনো ? কর্ণেল আলি যিনি জামায়াতের জোটে আছেন তিনিও বলেছেন, জামায়াতে ইসলামীর আমীর সাফ বলে দিয়েছেন, তারা ইসলামী শরিয়াহ আইনে দেশ চালাবে না।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারী) দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা মহিলা বিএম কলেজ মাঠে এক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চরমোনাই পীর।

চরমোনাই পীর বলেন, বিএনপি-আওয়ামীলীগ বারবার বলেছেন আমাদের দেশে কোনো জঙ্গি নেই। কিন্তু জামায়াতের নায়েবে আমীর আবু তাহের আমেরিকার দূতাবাসে বসে আমাদের দেশে জঙ্গি আছে এটা প্রমাণ করার জন্য ইসলামী আন্দোলনকে জঙ্গি হিসাবে তুলে ধরেছেন।

তিনি আরো বলেন, জামায়াতের আমীর বলেন, ছেলে বন্ধুরা সরে যাও, মেয়ে বন্ধুরা আসো। বে-পর্দা মেয়েদের সাথে সেলফি তুলে মুরুবি মানুষ হয়ে।

তিনি জামায়াতকে ঈঙ্গিত করে বলেন, ইসলামের নামে তারা মিথ্যাচার করছেন। তারা যেভাবে ইসলাম কায়েম করতে চায়। তাদের কাছে মনে হয় ইসলাম বাঘে খাইছে। জামায়াতে ইসলামী ধোকাবাজি করছেন তাদের মাধ্যমে কখনো দেশে ইসলাম কায়েম হবে না। জামায়াতও বলেছেন, তারা শরিয়াহ আইনে দেশ চালাবে না। বিএনপিও বলেছেন, তারা শরিয়াহ আইনে দেশ চালাবে না। তবে আমরা ক্ষমতায় গেলে অবশ্যই শরিয়াহ আইনে দেশ চালাবো।

লালমনিরহাট-১ আসনে হাতপাখার মার্কার প্রার্থী মুফতী ফজলুল করীম শাহারিয়ারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান ও ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সম্পাদক সুলতান মাহমুদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়