শিরোনাম
◈ বয়কট আলোচনার ম‌ধ্যে টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপের জন্য বিমা‌ন বুক করেছে পাকিস্তান  ◈ এক যুগ পর আজ শুরু হচ্ছে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট ◈ ১৮ মিনিট আগেগণভোটে 'হ্যাঁ' অথবা 'না' এর পক্ষে প্রচার চালাতে পারবেন না সরকারি চাকরিজীবীরা ◈ রাষ্ট্রীয় নির্যাতনের শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ পেতে বাধা কাটলো   ◈ বাংলা‌দেশ বিশ্বকাপ খেল‌ছে না ব‌লে খা‌লেদ মাহমুদ সুজ‌নের হৃদয়ে রক্তক্ষরণের অনুভূত হ‌চ্ছে ◈ জয় শাহর ৮ বার কল, সাড়া দিলেন না পিসিবি চেয়ারম্যান নাকভি ◈ জামায়াত নেতা হত্যা: ঝিনাইগাতীর ইউএনও ও ওসি প্রত্যাহার ◈ আগামীকালই হবে ৫০তম বিসিএস পরীক্ষা ◈ রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান প্রত্যাবাসন: প্রধান উপদেষ্টা ◈ ৪০ পুলিশ কর্মকর্তার পদোন্নতি

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২৬, ০৬:৫৬ বিকাল
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে ইউপি সদস্যের ছেলের চুরির বিচার করায় তিনজনকে কুপিয়ে জখম

আদনান হোসেন, ধামরাই (ঢাকা) প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে ইউপি সদস্যের ছেলের চুরির ঘটনার বিচার করাকে কেন্দ্র করে তিনজনকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক ইউপি সদস্যসহ আটজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

সোমবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার ধামরাই ইউনিয়নের হাজিপুর পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন আল আমিন(৩০),সোহরাব (৩৫)ও কায়কোবাদ (২৮)। তাঁদের মধ্যে কায়কোবাদ ও সোহরাবের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বজনরা।

ভুক্তভোগী কায়কোবাদের মা আকলিমা আক্তার বাদী হয়ে ধামরাই থানায় অভিযোগ দায়ের করেন।অভিযোগে বলা হয়,ধামরাই ইউনিয়ন  পরিষদের ৮নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মুক্তিবুর রহমান মুক্তিরছেলে পাচুমিয়া সম্প্রতি আকলিমা আক্তারের বাড়ি থেকে হাঁস চুরি করেণ করেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয়ভাবে সালিসে পাচু মিয়াকে ১০হাজার টাকা জরিমানা করাহয়।

এতে ক্ষুব্ধ হয়ে ইউপি সদস্য মুক্তিবুর রহমান ও তাঁর সহযোগীরা আকলিমা আক্তারের বাড়িতে হামলা চালান বলে অভিযোগ। এ সময় বাড়ির গেট ভাঙচুর করা হয়।পরে বাড়িরদিকে যাওয়ার পথে আল আমিন, সোহরাব ও কায়কোবাদকে রাস্তায় আটকে কুপিয়ে জখম করা হয়।

আহতদের প্রথমে ইসলামপুর সরকারি হাসপাতা লে নেওয়াহয়। পরে অবস্থার অবনতি হলে কায়কোবাদ ও সোহরাবকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

অভিযোগে আরও বলা হয়, হামলার সময় কায়কোবাদের সঙ্গে থাকা দেড় লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি জানান, ইউপি সদস্যের ছেলে পাচুমিয়াএলাকায় চুরি ও নানা অপরাধের সঙ্গে জড়িত।তাঁর বাবার প্রভাবের কারণে কেউপ্রতিবাদ করার সাহসপায় না।
এ বিষয়ে ইউপি সদস্য মুক্তিবুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)নাজমুল হুদা খান বলেন, “ঘটনার বিষয়ে উভয় পক্ষই অভিযোগ করেছে। তদন্ত শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়